ঢাকা ০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

১০ লাখে নৌকা বানিয়ে সম্মেলনে খুলনার মিনারুল

  • আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনে নিজের বানানো নৌকা নিয়ে উপস্থিত হয়েছেন খুলনা জেলার আমাদী থানার নকসা গ্রামের যুবক মো. মিনারুল ইসলাম। মিনারুলের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দেশের যেকোনো স্থানে আওয়ামী লীগের বড় অনুষ্ঠান হলেই সেখানে নিজের বানানো ‘জয় বাংলা’ নামক জেনারেটরচালিত নৌকা নিয়ে হাজির হন। সবশেষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি।
পথে যখন চলাচল করেন তখন নৌকায় থাকা মাইকে বঙ্গবন্ধুর ভাষণ, আওয়ামী লীগের দলীয় গান শোনেন তিনি। এছাড়া নৌকা নিয়ে কোথাও গেলে এর ভেতরেই রাত কাটান তিনি। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছেন নৌকার ভেতরেই। আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থেকে ১০ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে নৌকাটি নির্মাণ করেন তিনি। নৌকাটি বানাতে তার সময় লেগেছে ২ বছর।
মিনারুল বলেন, ‘মানুষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনে। কিন্তু আমার অল্প খরচের এই গাড়ি নিয়ে ঘুরলে খুবই ভালো লাগে। রাস্তায় বেরোলে সব ধরনের মানুষ নৌকাটি দেখার জন্য ভিড় জমায়। অনেকে সেলফি তুলতে আসে। বিশেষ করে বাচ্চারা পিছু ছাড়ে না। এজন্য আমি নৌকাতে চকলেট রেখে দিয়েছি। বাচ্চাদের এগুলো দেই আমি।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আর্ট ডিজাইনার হিসেবে কাজ করেন মিনারুল ইসলাম। কাজের পাশাপাশি প্রিয় দলের উৎসবে যেতে ভুল করেন না তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

১০ লাখে নৌকা বানিয়ে সম্মেলনে খুলনার মিনারুল

আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনে নিজের বানানো নৌকা নিয়ে উপস্থিত হয়েছেন খুলনা জেলার আমাদী থানার নকসা গ্রামের যুবক মো. মিনারুল ইসলাম। মিনারুলের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দেশের যেকোনো স্থানে আওয়ামী লীগের বড় অনুষ্ঠান হলেই সেখানে নিজের বানানো ‘জয় বাংলা’ নামক জেনারেটরচালিত নৌকা নিয়ে হাজির হন। সবশেষ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও গিয়েছিলেন তিনি।
পথে যখন চলাচল করেন তখন নৌকায় থাকা মাইকে বঙ্গবন্ধুর ভাষণ, আওয়ামী লীগের দলীয় গান শোনেন তিনি। এছাড়া নৌকা নিয়ে কোথাও গেলে এর ভেতরেই রাত কাটান তিনি। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছেন নৌকার ভেতরেই। আওয়ামী লীগের প্রতি ভালোবাসা থেকে ১০ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সালে নৌকাটি নির্মাণ করেন তিনি। নৌকাটি বানাতে তার সময় লেগেছে ২ বছর।
মিনারুল বলেন, ‘মানুষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনে। কিন্তু আমার অল্প খরচের এই গাড়ি নিয়ে ঘুরলে খুবই ভালো লাগে। রাস্তায় বেরোলে সব ধরনের মানুষ নৌকাটি দেখার জন্য ভিড় জমায়। অনেকে সেলফি তুলতে আসে। বিশেষ করে বাচ্চারা পিছু ছাড়ে না। এজন্য আমি নৌকাতে চকলেট রেখে দিয়েছি। বাচ্চাদের এগুলো দেই আমি।’ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আর্ট ডিজাইনার হিসেবে কাজ করেন মিনারুল ইসলাম। কাজের পাশাপাশি প্রিয় দলের উৎসবে যেতে ভুল করেন না তিনি।