ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

১০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার যে দেশে

  • আপডেট সময় : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • ১৫২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত বছর ধর্ষণ বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। সংখ্যার হিসাবে ৫৬ হাজার ৯৮। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ফোরামের নতুন এক গবেষণায় এমন তথ্য জানিয়ে ধর্ষণ রোধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
পুলিশের কাছে আসা অভিযোগের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়। সেই সঙ্গে এও বলা হয়েছে, পুলিশের কাছে অভিযোগ আসেনি—এমন অনেক ধর্ষণের ঘটনা হিসাবের বাইরে আছে।
আন্তর্জাতিক নারী দিবসে ব্রাজিলের পাবলিক সিকিউরিটি ফোরাম এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদন বলছে, গত বছর ব্রাজিলে প্রতি ১০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর প্রতি সাত ঘণ্টায় একজন নারীকে হত্যা করা হয়েছে। গবেষকেরা এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
ওই গবেষণা প্রতিবেদন আরও বলছে, নারী হত্যার ঘটনা ২ দশমিক ৭ শতাংশ কমেছে। তবে সারা বছরে নারী হত্যার সংখ্যা ১ হাজার ৩১৯। এই সংখ্যাও আশঙ্কাজনক বলছে ব্রাজিলের পাবলিক সিকিউরিটি ফোরাম। ফোরামের পরিচালক সামিরা বুয়েনো এক বিবৃতিতে বলেন, নারী হত্যার সংখ্যা অল্প কমলেও এখনো এর হার বেশি। পাবলিক সিকিউরিটি ফোরাম বলছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনাভাইরাসের সময় নারী হত্যা বেড়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার যে দেশে

আপডেট সময় : ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত বছর ধর্ষণ বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। সংখ্যার হিসাবে ৫৬ হাজার ৯৮। ব্রাজিলিয়ান পাবলিক সিকিউরিটি ফোরামের নতুন এক গবেষণায় এমন তথ্য জানিয়ে ধর্ষণ রোধে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
পুলিশের কাছে আসা অভিযোগের ভিত্তিতে গবেষণাটি পরিচালনা করা হয়। সেই সঙ্গে এও বলা হয়েছে, পুলিশের কাছে অভিযোগ আসেনি—এমন অনেক ধর্ষণের ঘটনা হিসাবের বাইরে আছে।
আন্তর্জাতিক নারী দিবসে ব্রাজিলের পাবলিক সিকিউরিটি ফোরাম এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণা প্রতিবেদন বলছে, গত বছর ব্রাজিলে প্রতি ১০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। আর প্রতি সাত ঘণ্টায় একজন নারীকে হত্যা করা হয়েছে। গবেষকেরা এই পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
ওই গবেষণা প্রতিবেদন আরও বলছে, নারী হত্যার ঘটনা ২ দশমিক ৭ শতাংশ কমেছে। তবে সারা বছরে নারী হত্যার সংখ্যা ১ হাজার ৩১৯। এই সংখ্যাও আশঙ্কাজনক বলছে ব্রাজিলের পাবলিক সিকিউরিটি ফোরাম। ফোরামের পরিচালক সামিরা বুয়েনো এক বিবৃতিতে বলেন, নারী হত্যার সংখ্যা অল্প কমলেও এখনো এর হার বেশি। পাবলিক সিকিউরিটি ফোরাম বলছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনাভাইরাসের সময় নারী হত্যা বেড়েছে।