আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল্লাহ (৩০) উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের আবুল মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. জহিরুল হক ও এসআই মো. আব্দুল আলীম ফোর্স নিয়ে বুধবার রাত ২টার দিকে হীরাপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৪ (খ)/৪১ এর ধারায় আখাউড়া থানার ২০২৩ সালের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।