ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

১০ জুনের আগেই হামজার হোম অভিষেক

  • আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরীর। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা ছিল হামজার। তবে তার ৫ দিন আগেই ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় এই ফুটবল তারকার। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বুধবার সভা করে সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে তার ৫ দিন আগে ৫ জুন ঢাকায় ফিফা ফ্রেন্ডলির আয়োজন করার। ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই প্রথম ঘরের মাঠে খেলবেন হামজা চৌধুরী।

বুধবার কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কবে থেকে হামজা-জামালরা অনুশীলন শুরু করবেন সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু হবে ৩১ মে। এ সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ঢাকায় আয়োজনের জন্য আবেদনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

১০ জুনের আগেই হামজার হোম অভিষেক

আপডেট সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরীর। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হওয়ার কথা ছিল হামজার। তবে তার ৫ দিন আগেই ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় এই ফুটবল তারকার। বাফুফের ন্যাশনাল টিমস কমিটি বুধবার সভা করে সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবে তার ৫ দিন আগে ৫ জুন ঢাকায় ফিফা ফ্রেন্ডলির আয়োজন করার। ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই প্রথম ঘরের মাঠে খেলবেন হামজা চৌধুরী।

বুধবার কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে কবে থেকে হামজা-জামালরা অনুশীলন শুরু করবেন সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের অনুশীলন শুরু হবে ৩১ মে। এ সভায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও উপস্থিত ছিলেন। সভায় আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব ঢাকায় আয়োজনের জন্য আবেদনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।