প্রত্যাশা ডেস্ক: স্কটল্যান্ডের আয়ার এলাকার একটি দোকান থেকে এক ডজন ডিমের মধ্যে পাওয়া গিয়েছিল ডিমটি। একজন নারী সেই ডিম প্রথম আবিষ্কার করেন। তারপর সেটি চলে যায় নিলাম প্রতিষ্ঠান টমসন ডডিক ক্যালানের কাছে। ডিমের আকৃতি দেখে এক ক্রেতার আগ্রহ বেড়ে যায়। তিনি সেই ডিম ১৮৭ মার্কিন ডলারে কিনে নেন। পরে সেটি যুক্তরাজ্যের একটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করেন। অনেকটা গোলাকার আকৃতির ওই ডিম পরে নিলামে ২৫০ ডলারে বিক্রি হয়।
১০০ কোটি ডিমের মধ্যে গোলাকার ডিম একটিই পাওয়া যায়। ডিমের ক্রেতা বার্কশায়ারের লেমোবোর্নের বাসিন্দা এড পাওনেল বলেন, তিনি পানীয় পানের পর নিলামে ওই আকৃতির ডিম দেখে উৎসাহী হয়ে ওঠেন। পরে সেখান থেকে ডিমটি কিনে নেন। পরে সেটা ইউভেন্টাস ফাউন্ডেশনকে দান করেন। অক্সফোর্ডশায়ারের এই প্রতিষ্ঠান তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে।
তহবিল উত্তোলনকারী এই দাতব্য প্রতিষ্ঠান ওয়েবসাইট৩২-এর মধ্যমে ডিমটি ২৫০ ডলারে বিক্রি করে দেয়। ফাউন্ডেশনের কর্মকর্তা রোজ র্যাপ বলেন, তাঁরা ওই ওয়েবসাইটে আরও বেশ কিছু জিনিস নিলামে তুলে ৬ হাজার ২৫০ মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছেন।
র্যাপ স্বীকার করেন, এড পাওনেল যখন ডিমটি প্রথমে তাঁদের দান করছিলেন, তখন তাঁরা এটিকে ‘ঠাট্টা’ মনে করেছিলেন।
র্যাপ বলেন, ‘এই ডিম নিলামে বিক্রি হওয়ায় আমরা আনন্দিত। এর অর্থ দাঁড়াচ্ছে, আমরা যা করছি, তা আমরা অব্যাহত রাখতে পারব।’
এড পাওনেল বলেন, সুপারমার্কেটে প্রথম একজন নারী বাক্সের মধ্যে থাকা ওই গোলাকার ডিম আবিষ্কার করেছিলেন। অবশ্য নিলাম প্রতিষ্ঠান থেকে ডিমটি কেনা তাঁর কাছে ‘অর্থের অপচয়’ বলে মনে হচ্ছিল।
প্রথম নিলামকারী প্রতিষ্ঠান টমসন ডডিক ক্যালানের কর্মকর্তা ডেভিড মিলার বলেন, ‘১০০ কোটি ডিমে এমন গোলাকার ডিম’ একটি হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।