ক্রীড়া ডেস্ক : ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হ্যারি কেনের ইংল্যান্ড। ম্যাচটিতে পেনাল্টি থেকে একটা গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তার ওই পেনাল্টি মিস করাকেই দলের পরাজয়ের জন্য দায়ী করা হচ্ছে। হ্যারি কেন দ্বিতীয় পেনাল্টি নষ্ট করলেন? সেটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আসল কারণ জানালেন তার টটেনহ্যাম হটস্পারের ফরাসি সতীর্থ হুগো লরিস। ফরাসি অধিনায়ক লরিসের সঙ্গে হ্যারি কেনের ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। সেই পেনাল্টি মিস নিয়ে লরিস বলেছেন, ‘প্রথমত আমরা পরস্পরকে খুব ভালোভাবে জানি। দুজনের খেলাই উভয়ের কাছে নখদর্পনে। তাই পেনাল্টি আমাদের দুজনের কাছেই বড় চ্যালেঞ্জ ছিল। সে যেভাবে শট নেয় সেভাবেই নিয়েছে। প্রথমটায় গোল করেছে। হ্যারির একটু বাঁ দিকে মারার প্রবণতা আছে। সেটা জানতাম বলেই শুরুতে ডান দিকে সরে গিয়েও দ্বিতীয়বার বাঁ দিকে ঝাঁপ দেই। হ্যারি কেনকে চাপে ফেলার জন্যই সেটা করেছিলাম। মনে হয় তাতেই একটু চাপে পড়ে যায়। তাই জোরে মারতে গিয়ে বাইরে মেরে দিয়েছে। ‘ ফ্রান্সের কাছে ২-১ গোলে পরাজিত হওয়ার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে হ্যারি কেন বলেছিলেন, ‘নিজের প্রস্তুতিতে কখনও ঘাটতি রাখিনি। দ্বিতীয় বার পেনাল্টি শট নেওয়ার সময় আমার অন্যরকম কিছু মনে হয়নি। চাপও অনুভব করিনি। আত্মবিশ্বাসীই ছিলাম। তবু যা করতে চেয়েছিলাম, তা করতে পারিনি। ‘ ক্লাব সতীর্থের বিপক্ষে পেনাল্টি নিতে সমস্যা হয়েছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেছিলেন, ‘এই বিষয়টা নিয়ে চিন্তাই করিনি। কখনো এসব নিয়ে ভাবি না। ম্যাচে একটা পেনাল্টি পেলে নিজেকে যেভাবে প্রস্তুত করি দুটি পেনাল্টি পেলেও সেভাবেই প্রস্তুতি নেই। ‘
জনপ্রিয় সংবাদ