ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

হ্যামট্রাম্যাকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থীর জয়

  • আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়ী হয়েছেন।
জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হলেন মুহিত মাহমুদ ও আবু আহমেদ মুসা। মুহিত পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। মুসা পেয়েছেন ৯৬৪ ভোট। মুহিত ১৩ দশমিক ২৫ শতাংশ ও মুসা ১২ দশমিক ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ওয়েন কাউন্টি ‘ইলেকশন সামারি রিপোর্ট’ থেকে এ তথ্য জানা যায়।
হ্যামট্রাম্যাক সিটির বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচন ৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী অংশ নেন।
মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন কামাল রহমান। তিনি বিজয়ী হতে পারেননি।
কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন তিনজন। মুহিত ও মুসা ছাড়া অপর প্রার্থীর নাম আরমানি আছাদ। তিনি বিজয়ী হতে পারেননি। আছাদ ৫৪৩ ভোট পেয়েছেন।
মেয়র পদে চার প্রার্থীর মধ্যে ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব সর্বাধিক ১ হাজার ৪১৭টি ভোট পান। আর পোলিশ বংশোদ্ভূত ক্যারন মাজেস্কি ১ হাজার ৫৩ ভোট পান। প্রাইমারিতে তাঁরা দুজনই নির্বাচিত হয়েছেন।
এবার মেয়র পদে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন কামাল। তাই তিনি জয়ী হবেন বলে বাংলাদেশি কমিউনিটিতে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেননি। তিনি পেয়েছেন ৮৪৯টি ভোট।
নির্বাচনে মেয়র পদে বিজয়ী দুই প্রার্থী এবং কাউন্সিলর পদে বিজয়ী ছয় প্রার্থী চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন।
প্রাইমারির ফলাফল জানার পর বিজয়ী মুহিত ও মুসা সিটিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা কমিউনিটির সেবায় সব সময় নিজেদের নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মুহিত বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বাবার রাজনৈতিক কর্মকা- দেখে রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি।
মুসাও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ে জড়িত। তিনি আওয়ামী লীগ মিশিগান অঙ্গরাজ্য শাখার একজন নেতা।
হ্যামট্রাম্যাক অ্যারাবিক ও বাংলাদেশি বংশোদ্ভূত–অধ্যুষিত এলাকা। ভোট চলাকালে সিটি হল পরিদর্শনে দেখা যায়, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটকে কেন্দ্র করে একটা উৎসব উৎসব ভাব লক্ষ করা যায়।
হ্যামট্রাম্যাকের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রেস্টুরেন্ট ও আড্ডায় গত কয়েক দিনের আলোচনার মূল বিষয় ছিল এই প্রাইমারি নির্বাচন। শহরের বিভিন্ন রাস্তা ও সংযোগস্থলে প্রার্থীদের ছবিসহ ব্যানার-ফেস্টুন দেখে মনে হয় যেন বাংলাদেশের কোনো নির্বাচন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হ্যামট্রাম্যাকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থীর জয়

আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী জয়ী হয়েছেন।
জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হলেন মুহিত মাহমুদ ও আবু আহমেদ মুসা। মুহিত পেয়েছেন ১ হাজার ১২১ ভোট। মুসা পেয়েছেন ৯৬৪ ভোট। মুহিত ১৩ দশমিক ২৫ শতাংশ ও মুসা ১২ দশমিক ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। ওয়েন কাউন্টি ‘ইলেকশন সামারি রিপোর্ট’ থেকে এ তথ্য জানা যায়।
হ্যামট্রাম্যাক সিটির বহুল প্রতীক্ষিত প্রাইমারি নির্বাচন ৩ আগস্ট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে চারজন ও কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত চারজন প্রার্থী অংশ নেন।
মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন কামাল রহমান। তিনি বিজয়ী হতে পারেননি।
কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন তিনজন। মুহিত ও মুসা ছাড়া অপর প্রার্থীর নাম আরমানি আছাদ। তিনি বিজয়ী হতে পারেননি। আছাদ ৫৪৩ ভোট পেয়েছেন।
মেয়র পদে চার প্রার্থীর মধ্যে ইয়েমেনি বংশোদ্ভূত আমির গালিব সর্বাধিক ১ হাজার ৪১৭টি ভোট পান। আর পোলিশ বংশোদ্ভূত ক্যারন মাজেস্কি ১ হাজার ৫৩ ভোট পান। প্রাইমারিতে তাঁরা দুজনই নির্বাচিত হয়েছেন।
এবার মেয়র পদে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী ছিলেন কামাল। তাই তিনি জয়ী হবেন বলে বাংলাদেশি কমিউনিটিতে প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেননি। তিনি পেয়েছেন ৮৪৯টি ভোট।
নির্বাচনে মেয়র পদে বিজয়ী দুই প্রার্থী এবং কাউন্সিলর পদে বিজয়ী ছয় প্রার্থী চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন।
প্রাইমারির ফলাফল জানার পর বিজয়ী মুহিত ও মুসা সিটিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা কমিউনিটির সেবায় সব সময় নিজেদের নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মুহিত বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। বাবার রাজনৈতিক কর্মকা- দেখে রাজনীতিতে সম্পৃক্ত হন তিনি।
মুসাও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকা-ে জড়িত। তিনি আওয়ামী লীগ মিশিগান অঙ্গরাজ্য শাখার একজন নেতা।
হ্যামট্রাম্যাক অ্যারাবিক ও বাংলাদেশি বংশোদ্ভূত–অধ্যুষিত এলাকা। ভোট চলাকালে সিটি হল পরিদর্শনে দেখা যায়, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটকে কেন্দ্র করে একটা উৎসব উৎসব ভাব লক্ষ করা যায়।
হ্যামট্রাম্যাকের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, রেস্টুরেন্ট ও আড্ডায় গত কয়েক দিনের আলোচনার মূল বিষয় ছিল এই প্রাইমারি নির্বাচন। শহরের বিভিন্ন রাস্তা ও সংযোগস্থলে প্রার্থীদের ছবিসহ ব্যানার-ফেস্টুন দেখে মনে হয় যেন বাংলাদেশের কোনো নির্বাচন।