ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

হ্যাটট্রিক জয়ে পর্তুগালে রাষ্ট্র ক্ষমতায় সোশ্যালিস্ট পার্টি

  • আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের সতেরোতম জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছে। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী জাতীয় সংসদীয় নির্বাচনে পর্তুগীজ জনগণ ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল ও বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তার নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টিকে (পিএস) ভোট দিয়ে বেছে নিয়েছে আগামী চার বছরের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য।
মোট ২৩০ আসনের সংসদে এককভাবে সরকার গঠন করতে তাদের প্রয়োজন ছিল ১১৬টি সংসদীয় আসন। ২০০৫ সালের পর দ্বিতীয়বারের মতো ১১৭টি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠন করে যাচ্ছে সাগর কন্যার এবং অভিবাসনবান্ধব দল পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি। নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল শতকরা ৪১.৭ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)। তারা ৭৬টি নির্বাচনী সংসদীয় আসনে জয়লাভ করে এবং প্রাপ্ত ভোট শতকরা ২৭.৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে দেশটির কট্টরপন্থী দল শেগা, তারা জয়ী হয়েছে ১২টি আসনে এবং তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ দশমিক ২ শতাংশ। এছাড়াও আইএল আটটি সংসদীয় আসন, ব্লক এসকেরদা চারটি, পেন একটি ও অন্যান্য দল আটটি আসন এবং চারটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
তবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয় পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী।
সোশ্যালিস্ট পার্টি (পিএস) ২০১৫- তে ক্ষমতায় আসার পর অভিবাসন আইন সহজ করা এবং সহজ শর্তে নাগরিকত্বসহ নানা সুযোগ সুবিধা দিয়েছে। এর ফলে অভিবাসীদের কাছে দিন দিন দলটি জনপ্রিয় হয়ে উঠেছে।
জয়ের পর প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাও তার দলকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় অর্জন করার সুযোগ করিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা সবার মতামত নিয়েই সরকার পরিচালনা করব। এই বিপুল সমর্থনের মাধ্যমে জনগণ আমাদের ওপর আরো বেশি দায়িত্ব তুলে দিয়েছে। অপরদিকে নির্বাচনে হেরেও পিএসডিএর প্রেসিডেন্ট রুই রিও বিজয়ী সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাকে তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হ্যাটট্রিক জয়ে পর্তুগালে রাষ্ট্র ক্ষমতায় সোশ্যালিস্ট পার্টি

আপডেট সময় : ১০:০৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের সতেরোতম জাতীয় নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি টানা তৃতীয়বারের মতো জয়লাভ করেছে। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত দেশটির মধ্যবর্তী জাতীয় সংসদীয় নির্বাচনে পর্তুগীজ জনগণ ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির সেক্রেটারি জেনারেল ও বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তার নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টিকে (পিএস) ভোট দিয়ে বেছে নিয়েছে আগামী চার বছরের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য।
মোট ২৩০ আসনের সংসদে এককভাবে সরকার গঠন করতে তাদের প্রয়োজন ছিল ১১৬টি সংসদীয় আসন। ২০০৫ সালের পর দ্বিতীয়বারের মতো ১১৭টি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠন করে যাচ্ছে সাগর কন্যার এবং অভিবাসনবান্ধব দল পর্তুগাল সোশ্যালিস্ট পার্টি। নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল শতকরা ৪১.৭ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বর্তমান বিরোধীদল সোশ্যাল ডেমোক্রেট পার্টি (পিএসডি)। তারা ৭৬টি নির্বাচনী সংসদীয় আসনে জয়লাভ করে এবং প্রাপ্ত ভোট শতকরা ২৭.৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে দেশটির কট্টরপন্থী দল শেগা, তারা জয়ী হয়েছে ১২টি আসনে এবং তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৭ দশমিক ২ শতাংশ। এছাড়াও আইএল আটটি সংসদীয় আসন, ব্লক এসকেরদা চারটি, পেন একটি ও অন্যান্য দল আটটি আসন এবং চারটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
তবে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি জয় পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী।
সোশ্যালিস্ট পার্টি (পিএস) ২০১৫- তে ক্ষমতায় আসার পর অভিবাসন আইন সহজ করা এবং সহজ শর্তে নাগরিকত্বসহ নানা সুযোগ সুবিধা দিয়েছে। এর ফলে অভিবাসীদের কাছে দিন দিন দলটি জনপ্রিয় হয়ে উঠেছে।
জয়ের পর প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাও তার দলকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিজয় অর্জন করার সুযোগ করিয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা সবার মতামত নিয়েই সরকার পরিচালনা করব। এই বিপুল সমর্থনের মাধ্যমে জনগণ আমাদের ওপর আরো বেশি দায়িত্ব তুলে দিয়েছে। অপরদিকে নির্বাচনে হেরেও পিএসডিএর প্রেসিডেন্ট রুই রিও বিজয়ী সোশ্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তাকে তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।