প্রযুক্তি ডেস্ক : মে মাসের এক র্যানসমওয়্যার আক্রমণে বড় ধাক্কা খেয়েছিল যুক্তরাষ্ট্রের পূর্ব তীরের জ্বালানী তেল সরবরাহ ব্যবস্থা। থমকে গিয়েছিল ওই অঞ্চলের ৪৫ শতাংশ জ্বালানী তেলের সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইন। ওই হ্যাকিংয়ের ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অবস্থান বা পরিচয় জানাতে পারলে ১কোটি ডলার পুরষ্কার ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। কলোনিয়াল পাইপলাই হ্যাক করেছিল ‘ডার্কসাইড’ নামে হ্যাকারদের একটি দল। ওই দলটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা ডার্কসাইডের র্যানসমওয়্যার আক্রমণের মতো একই ধরনের কোনো সাইবার আক্রমণের পরিকল্পনা করছেন বা আক্রমণে অংশ নিচ্ছে এমন কোনো ব্যক্তির তথ্য দিতে পারলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও ৫০ লাখ ডলার পুরষ্কারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। আর্থিক পুরষ্কারকে মার্কিন সরকার সাইবার অপরাধ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছে ভার্জ। প্রযুক্তিবিষয়ক সাইটটি জানিয়েছে, ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ প্রকল্পের অংশ এই অর্থ পুরষ্কারগুলো। ১৯৮৪ সালে আন্তর্জাতিক অপরাধ মোকাবেলার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছিল প্রকল্পটি। জুলাই মাসে “মার্কিন জরুরী অবকাঠামো লক্ষ্য করে ক্ষতিকর সাইবার কর্মকা-” পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের তথ্যের জন্য ওই প্রকল্পের অধীনে কোটি ডলার পুরষ্কারের ঘোষণা দিলো সংস্থাটি। ভার্জ বলছে, বড় অংকের পুরষ্কার ঘোষণার পেছনের মূল কারণ হচ্ছে হ্যাকার দলগুলোর কাজের ধরন। এই দলগুলো ‘ইউজার নেইম’ পাল্টানোর মতো খুব দ্রুত নিজের ও দলের পরিচয় পাল্টে ফেলতে পারে। তবে কাজের ধরন আর ব্যবহৃত সফটওয়্যারের সূত্র ধরে এদের অনেক সময়েই চিহ্নিত করা যায়।
কলোনিয়াল পাইপালাইনে আক্রমণের পর থেকে কোনো সাড়া নেই ডার্কসাইডের। আক্রমণের ‘সামাজিক প্রভাব’ নিয়ে পরবর্তীতে ক্ষমা চেয়েছিল হ্যাকারদের দলটি। তবে মার্কিন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবতো ‘ব্ল্যাকম্যাটার’ নামের নতুন দল খুলে হ্যাকিং কর্মকা- চালিয়ে যাচ্ছে ডার্কসাইডের সদস্যরা। ভার্জ বলছে, দৃশ্যপট থেকে ডার্কসাইড অদৃশ্য হয়ে যাওয়ার পড় থেকেই ব্ল্যাকম্যাটারের উত্থান। একই ধরনের হ্যাকিং টুল ও কৌশল ব্যবহার করছে ব্ল্যাকম্যাটারের সদস্যরা।
হ্যাকার ধরতে কোটি ডলার পুরস্কার ঘোষণা মার্কিন সংস্থার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ