ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার

  • আপডেট সময় : ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি গ্রাহক আছে মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত আপডেট আনছে সাইটটি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে এলো নতুন ফিচার। নতুন এই গ্রুপ ফিচারের ফলে গ্রুপ লিভ করলেও জানতে পারবে না ওই গ্রুপের অন্য সদস্যরা। এতদিন পর্যন্ত গ্রুপের কোনো মেম্বার গ্রুপ ছেড়ে বের হলে তা নোটিফিকেশনের মাধ্যমে দেখানো হতো। গ্রুপে থাকা সবাই তা দেখতে পেত। কিন্তু এবার থেকে কোনো মেম্বার গ্রুপ লিভ করলে অন্য কোনো মেম্বার তা দেখতে পাবেন না। শুধু ওই গ্রুপ অ্যাডমিনের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। বেশ কয়েক মাস আগেই এবিষয়ে একটি ব্লগ পোস্ট করেছিল ডব্লিউবিটাইনফো। তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল নতুন এই ফিচার খুব শিগগির যোগ করা হবে। প্রায় কয়েক মাস আগেই বিটা ভার্সনে ওই ফিচার চালু করা হয়। এবার ওই ফিচারটি সব ব্যবহারকারীর জন্যই চালু করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের কাছে আপডেট পাঠানো হবে। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার

আপডেট সময় : ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েক কোটি গ্রাহক আছে মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে নিয়মিত আপডেট আনছে সাইটটি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে এলো নতুন ফিচার। নতুন এই গ্রুপ ফিচারের ফলে গ্রুপ লিভ করলেও জানতে পারবে না ওই গ্রুপের অন্য সদস্যরা। এতদিন পর্যন্ত গ্রুপের কোনো মেম্বার গ্রুপ ছেড়ে বের হলে তা নোটিফিকেশনের মাধ্যমে দেখানো হতো। গ্রুপে থাকা সবাই তা দেখতে পেত। কিন্তু এবার থেকে কোনো মেম্বার গ্রুপ লিভ করলে অন্য কোনো মেম্বার তা দেখতে পাবেন না। শুধু ওই গ্রুপ অ্যাডমিনের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। বেশ কয়েক মাস আগেই এবিষয়ে একটি ব্লগ পোস্ট করেছিল ডব্লিউবিটাইনফো। তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল নতুন এই ফিচার খুব শিগগির যোগ করা হবে। প্রায় কয়েক মাস আগেই বিটা ভার্সনে ওই ফিচার চালু করা হয়। এবার ওই ফিচারটি সব ব্যবহারকারীর জন্যই চালু করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ব্যবহারকারীদের কাছে আপডেট পাঠানো হবে। খুব শিগগির সব ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন।