প্রত্যাশা ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে নতুন একটি পোষা প্রাণী এনেছেন। এটি একটি বিড়াল, নাম উইলো। দুই বছর বয়সী, সবুজ চোখ এবং ধূসর-সাদা বিড়ালটি পেনসিলভানিয়া থেকে আনা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ফার্স্ট লেডির মুখপাত্র মাইকেল লারোসা বলেন, উইলো হোয়াইট হাউসে মানিয়ে নিচ্ছে। ওখানে ওর পছন্দসই খেলনা, খাবার ও দৌড়াদৌড়ির প্রচুর জায়গা আছে।
২০২০ সালের নভেম্বরে জো বাইডেন নির্বাচনে জয়লাভের পর, জিল বাইডেন জানিয়েছিলেন যে তাঁরা হোয়াইট হাউসে একটা বিড়ালছানা নিয়ে আসবেন। কিন্তু সেই পরিকল্পনাটি পিছিয়ে যায়। গত মাসে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে জানুয়ারিতে বিড়ালটি নিয়ে আসা হবে। ফার্স্ট লেডির নিজের শহর পেনসিলভানিয়ার উইলো গ্রোভ-এর নামে বিড়ালটির নাম দেন উইলো।
২০২০ সালের নির্বাচনী প্রচারে পেনসিলভানিয়ায় জিল বাইডেন ভাষণ দেওয়ার সময় বিড়ালটি মঞ্চে উঠে পড়ে। এ সময় তিনি ভাষণ বন্ধ করেন। সেই ঘটনায় এই ছোট ছোট লোমের বিড়ালছানাটি জিল বাইডেনের মনে একটা ছাপ রেখে গিয়েছিল। প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেন ও তাঁর স্ত্রী সারা, জো বাইডেনকে ডিসেম্বরে জন্মদিনের উপহার হিসেবে জার্মান শেফার্ড কুকুরছানা উপহার দেন। তার নাম রাখা হয় কমান্ডার। কমান্ডারের আগেও বাইডেন পরিবারের হোয়াইট হাউসে আরও দুটি জার্মান শেফার্ড ছিল। একটি চ্যাম্প ও অন্যটি মেজর। তিন বছর বয়সী উদ্ধারকারী কুকুর মেজর ২০২১–এর জানুয়ারিতে আক্রমণাত্মক আচরণ করতে থাকে। এমনকি দুবার কামড় দেওয়ার ঘটনাও ঘটিয়ে ফেলে। হোয়াইট হাউস থেকে জানানো হয়, মেজর তখনো নতুন জায়গায় খাপ খাওয়ানোর চেষ্টা করছিল এবং এরপর তাকে ডেলাওয়্যারয়ে বাইডেনদের পারিবারিক বাসস্থানে প্রশিক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর গত বছরের জুনে ১৩ বছর বয়সে চ্যাম্প মারা যায়।
হোয়াইট হাউসে বাইডেনের নতুন বিড়াল উইলো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ