প্রত্যাশা ডেস্ক : হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কোভিড শনাক্ত হলেও ৪২ বছরের সাকির অবস্থা গুরুতর নয়। করোনার টিকা নিয়েছেন তিনি। উপসর্গগুলোও খুব জটিল নয়। সর্বশেষ গত মঙ্গলবার বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন সাকি। এ সময় তারা মাস্ক পরিহিত ছিলেন এবং সামাজিক দূরত্বের অংশ হিসেবে নিজেদের মধ্যে ছয় ফুট দূরত্ব বজায় রাখেন। তবে সম্প্রতি পরিবারের কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হওয়ায় তিনি বাইডেনের সঙ্গে ইউরোপ সফরে যাওয়া থেকে বিরত ছিলেন। প্রেসিডেন্ট বাইডেনেরও শনিবার কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তার নেগেটিভ এসেছে। এদিকে জেন সাকি এক বিবৃতিতে জানিয়েছেন, গত বুধবার থেকে প্রেসিডেন্ট বা হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কোনও কর্মকর্তার সঙ্গে তার দেখা হয়নি। বর্তমানে তিনি বাসা থেকে কাজ করছেন। ১০ দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার পর ফের টেস্ট করাবেন। ওই পরীক্ষায় নেগেটিভ আসলে হোয়াইট হাউসে নিয়মিত কাজে যোগ দেবেন তিনি। তার আগ পর্যন্ত হোম অফিস চালিয়ে যাবেন।
হোয়াইট হাউসের মুখপাত্র করোনায় আক্রান্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ