প্রত্যাশা ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার থেকে জর্জ ডব্লিউ বুশের শাসনামল পর্যন্ত হোয়াইট হাউজের পেস্ট্রি শেফের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন ফরাসি বংশোদ্ভূত রোল্যান্ড মেসনিয়ার। হোয়াইট হাউজের হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ৭৮ বয়সে মারা গেছেন তিনি। ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময় হোয়াইট হাউজে নিয়োগ পেয়েছিলেন রোল্যান্ড মেসনিয়ার। জর্জ ডব্লিউ বুশের শাসনামলে অবসারে যান। ২৭ বছর ধরে দায়িত্ব পালনের সময় হোয়াইট হাউজে তিনি কখনও একই খাবার দুই বার সার্ভড করেননি। ফার্স্ট লেডি রোজালিন কার্টার তার তৈরি পেস্ট্রিতে মুগ্ধ হলে নিয়োগ পান তিনি। হোয়াইট হাউজ জানিয়েছে, অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন টুইট বার্তায় লেখেন, শেখ মেসনিয়ারকে নিয়ে অনেক স্মৃতি আছে আমার। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন ও ইনস্টিটিউট জানিয়েছে, মেসনিয়ারকে সব সময় ভালবাসায় স্মরণ করা হবে।