হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি (হোকস)-এর আয়োজনে ‘ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি শীর্ষক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা-২০২২’ অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৯ নভেম্বর শনিবার। রাজধানী ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডা. মোঃ জাহাঙ্গীর আলম। দিনব্যাপী এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সোনা মিয়া, বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক মোঃ নাজির হোসেন প্রমুখ।
সকাল ৯টায় উদ্বোধন করেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির উপদেষ্টা ও বাংলা একাডেমির ফেলো ডা. অপরেশ কুমার ব্যানার্জী। ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির অবদান, সফলতা ও চিকিৎসার বিভিন্ন দিক আলোচনা করেন দেশের খ্যাতিমান হোমিওপ্যাথিক চিকিৎসক ও গবেষক ডা. জি মওলা, ডা. মোঃ আব্দুল্লাহ মোতালেব, ডা. মোঃ আশরাফুল হক, ডা. তপন বাড়ৈ ও ডা. মোঃ লুৎফর রহমান।
দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সাধারণ সভায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনাধীন সংগঠন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি ২০১২ সালের ১২ জুন যাত্রা শুরুর পর হোমিওপ্যাথিক চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে বছরের বিভিন্ন সময়ে সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করে থাকে।
সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ সিরাজুল আলম সিদ্দিকী ফিরদাউসের সভাপতিত্ব করার কথা থাকলেও অনিবার্য কারণে অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ও অনুষ্ঠান আহ্বায়ক ডা. জি মওলা। সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ডা. শফিকুল ইসলাম ও যুগ্ম-মহাসচিব ডা. কাজী মোঃ হেলাল উদ্দীন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক চিকিৎসক ও শিক্ষানবীশ এ আয়োজনে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
হোকস-এর ‘ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি শীর্ষক সেমিনার ও সাধারণ সভা অনুষ্ঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ