জসীম উদ্দীন মুহম্মদ : জলছবি আঁকতে গিয়েছিলাম পুরাতন ব্রহ্মপুত্রের ধারে,
যেখানে শিশিরের কোলাহলে কাশফুলগুলো সদা হাসত
সার বেঁধে উড়ে যেত গাংচিল,
আশে-পাশেই সতর্ক প্রহরায় থাকত ছোঁ মারা চিল!
এখন কেবলই মনে হয় সেই সব প্রবচন, চিরায়ত বচন!
কাশফুল নেই, ঘাস ফুলও নেই
জেগে আছে টাক মাথাওয়ালা বালুচর
উঠতি বয়সী কিছু গেঁজেল হররোজ বসায় আসর!
সন্ধ্যার আগেই নেমে আসে অমাবশ্যা রাত,
মৃত্যু উপত্যকায় একদিন হয়নি প্রভাত, চিরচেনা হেম
অতি হরষে, নিয়ে যায় এসে হৈমন্তীর প্রেম!