মাহতাব উদ্দিন : হে আকাশ,
মিটমিট করে হাসে না তো তোমার শিশুরা!
পেঁজাতূলো মেঘের আড়ালে কখনো লুকাচ্ছে।
জোছনা-রজনী আজি তুমুল তমালী,
তোমার ঘর্মাক্ত জলে-
মেদিনীর অন্ত্যকরণে রক্তক্ষরণ যেন
ঘুমটাখানি উন্মুক্ত করে দাও, হে আকাশ।
ধরার হৃদয়ে আজ সুখের প্রলয়,
চোখে তার জল আনন্দের,
তোমার নির্মল বৃষ্টি দিয়ে,
সিক্ত করে দাও মানবাত্মা।
হে আকাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ