ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা ও সানাউল্ল্যাহ রিমান্ডে

  • আপডেট সময় : ০১:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্লাহ নূরীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন হেফাজতে পেয়েছে পুলিশ।
পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত রিমান্ডের আদেশ দেন। হাজেরা খাতুন জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। আর সানাউল্ল্যা নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ আল হেলাল দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন হাজেরা খাতুনের পক্ষে আইনজীবী ফিরোজুর রহমান মন্টু এবং সানাউল্ল্যাহ নূরীর পক্ষে আমানুল করিম লিটন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষে তাপস কুমার পাল এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। গত সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হেলেনা জাহাঙ্গীরের সহযোগী হাজেরা ও সানাউল্ল্যাহ রিমান্ডে

আপডেট সময় : ০১:০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটি থেকে সদ্য বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্লাহ নূরীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন হেফাজতে পেয়েছে পুলিশ।
পল্লবী থানায় দায়ের করা প্রতারণার মামলায় গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত রিমান্ডের আদেশ দেন। হাজেরা খাতুন জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) ছিলেন। আর সানাউল্ল্যা নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ আল হেলাল দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন হাজেরা খাতুনের পক্ষে আইনজীবী ফিরোজুর রহমান মন্টু এবং সানাউল্ল্যাহ নূরীর পক্ষে আমানুল করিম লিটন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষে তাপস কুমার পাল এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। গত সোমবার রাতে গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তার করা হয়।