ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা বললেন জায়েদ

  • আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পর এবার হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রবাসীর হেলিকপ্টারের অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে জায়েদ নিজেও বিষয়টি জানিয়েছেন। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। এসময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একটি বেসরকারি টিভির সিনিয়র প্রযোজক ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। তখন অনেকে আঁচ করতে পারেন জায়েদ প্রবাসীর হেলিকপ্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, হেলিকপ্টার এখন শুধুমাত্র বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো কোথায় যাবো, কী করব, ঝামেলার মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আমার দ্বারা যেন এই কোম্পানির সুনাম আরও বাড়ে এবং প্রচারণা হয় সেই চেষ্টা থাকবে। প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা জানান, একবছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, প্রবাসীসহ দেশের সব মানুষের কাছে হেলিকপ্টার সেবা পৌঁছে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই অগ্রযাত্রায় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো। প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। আশা করছি, তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরো অধিক সংখ্যক মানুষের সেবা দিতে পারবে প্রবাসীর হেলিকপ্টার।
গেল ঈদে জায়েদ অভিনীত ছবি ‘সোনার চর’ মুক্তি পায়। এরপর মেলবোর্ন ও সিডনিতে প্রবাসীদের আমন্ত্রণে একাধিক শো মাতিয়ে এসেছেন তিনি। আগামী ২২ মে শোতে অংশ নিতে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন। পরের মাসে আবার যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে শো করতে যাবেন। জায়েদ খান বলেন, লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো। এই শো-তে জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন রকস্টার জেমস, সাব্বির জামান, প্রীতম হাসান, দোলা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যা বললেন জায়েদ

আপডেট সময় : ১২:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বিনোদন ডেস্ক: ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পর এবার হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রবাসীর হেলিকপ্টারের অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। চ্যানেল আই অনলাইনকে জায়েদ নিজেও বিষয়টি জানিয়েছেন। রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলিকপ্টার গ্রাউন্ডে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়। এসময় প্রবাসীর হেলিকপ্টারের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বায়জিদ আল হাসান, প্রবাসীর সিটির ভাইস চেয়ারম্যান ও একটি বেসরকারি টিভির সিনিয়র প্রযোজক ইসরাফিল শাহিন এবং জায়েদ খান উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার রাতে জায়েদ খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। তখন অনেকে আঁচ করতে পারেন জায়েদ প্রবাসীর হেলিকপ্টারের ব্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, হেলিকপ্টার এখন শুধুমাত্র বিলাসী বাহন নয়, মানুষ প্রয়োজনে ব্যবহার করে। আগে হেলিকপ্টার ভাড়ার কথা ভাবলেই চিন্তা হতো কোথায় যাবো, কী করব, ঝামেলার মনে হতো। প্রবাসীর হেলিকপ্টার সেই জায়গাটা সহজ করে দিয়েছে। আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আমার দ্বারা যেন এই কোম্পানির সুনাম আরও বাড়ে এবং প্রচারণা হয় সেই চেষ্টা থাকবে। প্রবাসীর হেলিকপ্টারের চেয়ারম্যান রনি রেজা জানান, একবছর আগে যাত্রা শুরু করা প্রবাসীর হেলিকপ্টার এরই মধ্যে সুনাম অর্জন করেছে। তিনি বলেন, প্রবাসীসহ দেশের সব মানুষের কাছে হেলিকপ্টার সেবা পৌঁছে দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই অগ্রযাত্রায় চিত্রনায়ক জায়েদ খানকে যুক্ত করা হলো। প্রবাসীর হেলিকপ্টারের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। আশা করছি, তার প্রচারণামূলক অংশগ্রহণের মাধ্যমে আরো অধিক সংখ্যক মানুষের সেবা দিতে পারবে প্রবাসীর হেলিকপ্টার।
গেল ঈদে জায়েদ অভিনীত ছবি ‘সোনার চর’ মুক্তি পায়। এরপর মেলবোর্ন ও সিডনিতে প্রবাসীদের আমন্ত্রণে একাধিক শো মাতিয়ে এসেছেন তিনি। আগামী ২২ মে শোতে অংশ নিতে লন্ডন (যুক্তরাজ্য) যাচ্ছেন। পরের মাসে আবার যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন স্টেটে শো করতে যাবেন। জায়েদ খান বলেন, লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামে একটি আয়োজনে অংশ নিতে যাচ্ছি। সেখানে মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্ঠান চলবে ২৬ ও ২৭ মে। লন্ডনের অন্যতম বড় স্টেডিয়াম। সেখানে ২০ হাজার প্রবাসীর সামনে পারফর্ম ও উপস্থাপনা করবো। এই শো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। কারণ লন্ডনে প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে এটি সর্ববৃহৎ শো। এই শো-তে জায়েদ খান ছাড়াও উপস্থিত থাকবেন রকস্টার জেমস, সাব্বির জামান, প্রীতম হাসান, দোলা এবং ইউটিউবার তৌহিদ আফ্রিদি।