রাজশাহী সংবাদদাতা : রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার একটি রাস্তায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার হেরোইনসহ সাঞ্জু আরা টগর নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রবিবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি মহানগরীর কাটাখালি থানাথীন মাসকাটা দিঘী এলাকার। র্যাব-জানায়, চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার পাকা রাস্তার পুলের উপর একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখে বিশেষ দলটি ঘটনাস্থলে পৌঁছালে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাবের সঙ্গীয় ফোর্স ও মহিলা র্যাব সদস্যের সহায়তায় তার দেহ তল্লাসী করে ৬টি প্লাষ্টিকের ব্যাগের ভেতর থেকে ৯৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা
























