ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী

  • আপডেট সময় : ০৮:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বড় ব্যবধানে হার দিয়ে লিগ শুরু করা চট্টগ্রাম আবাহনী ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। জয়ের দেখা পাওয়া তো দূর অস্ত, এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি নানা বাকবদলের পর এবারের লিগে খেলতে নামা বন্দরনগরীর দলটি। বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির উপলক্ষ পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। চলমান প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর পয়েন্টের খাতা খুলেছে দলটি। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়ন পেয়েছে প্রথম হারের তেতো স্বাদ। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে এবারের লিগে নাম লেখানো চট্টগ্রাম আবাহনী ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২-০ গোলে ধরাশায়ী হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনও পয়েন্ট পায়নি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ উপরে, অষ্টম স্থানে।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। ৭০তম মিনিটে চেক সেনের সফল স্পট কিকে সমতায় ফিরে ব্রাদার্স। তাদের সেই স্বস্তি উবে যেতে সময় লাগেনি।

৭৯তম মিনিটে নাবীব নেওয়াজ জীবন ফের রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং। এই জয়ে রহমতগঞ্জ পয়েন্ট টেবিলে আবাহনী লিমিটেডের পাশে বসেছে। দুই দলের পয়েন্টই ৯ করে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ব্রাদার্সের পয়েন্ট ৭। দিনের আরেক ম্যাচে, বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। জয় না পেলেও টানা তিন হারের পর পয়েন্ট পাওয়ার স্বস্তি সঙ্গী হয়েছে তাদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী

আপডেট সময় : ০৮:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: বড় ব্যবধানে হার দিয়ে লিগ শুরু করা চট্টগ্রাম আবাহনী ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। জয়ের দেখা পাওয়া তো দূর অস্ত, এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি নানা বাকবদলের পর এবারের লিগে খেলতে নামা বন্দরনগরীর দলটি। বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির উপলক্ষ পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। চলমান প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর পয়েন্টের খাতা খুলেছে দলটি। অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়ন পেয়েছে প্রথম হারের তেতো স্বাদ। অনিশ্চয়তার মেঘ কাটিয়ে এবারের লিগে নাম লেখানো চট্টগ্রাম আবাহনী ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ২-০ গোলে ধরাশায়ী হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনও পয়েন্ট পায়নি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ উপরে, অষ্টম স্থানে।
মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দ্বিতীয় মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় তারা। ৭০তম মিনিটে চেক সেনের সফল স্পট কিকে সমতায় ফিরে ব্রাদার্স। তাদের সেই স্বস্তি উবে যেতে সময় লাগেনি।

৭৯তম মিনিটে নাবীব নেওয়াজ জীবন ফের রহমতগঞ্জকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান বোয়াটেং। এই জয়ে রহমতগঞ্জ পয়েন্ট টেবিলে আবাহনী লিমিটেডের পাশে বসেছে। দুই দলের পয়েন্টই ৯ করে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। ব্রাদার্সের পয়েন্ট ৭। দিনের আরেক ম্যাচে, বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। জয় না পেলেও টানা তিন হারের পর পয়েন্ট পাওয়ার স্বস্তি সঙ্গী হয়েছে তাদের।