ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

হেরাথ এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ

  • আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : আগের স্বল্পমেয়াদি চুক্তিতে ছিলেন স্পিন বোলিং পরামর্শক। পদবিও ভিন্ন ছিল সেবার। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার এবার পদবি বদলে হলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। নতুন পরিচয়ে তাঁর দুই বছরের চুক্তি শুরু হচ্ছে মমিনুল হকদের নিউজিল্যান্ড সফর দিয়ে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের জন্যই মূলত স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল হেরাথকে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্পিন বোলিং পরামর্শক ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না হেরাথ। এরই মধ্যে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে হেরাথের সঙ্গে চুক্তি নবায়ন করার এবং তাকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার। সে লক্ষ্যেই হেরাথের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাঁ-হাতি স্পিনার হিসেবে টেস্টে এখনো সবচেয়ে সফল বোলার হলেন হেরাথ। শিকার করেছেন মোট ৪৩৩টি উইকেট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হেরাথ এখন বাংলাদেশের স্পিন বোলিং কোচ

আপডেট সময় : ১০:০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : আগের স্বল্পমেয়াদি চুক্তিতে ছিলেন স্পিন বোলিং পরামর্শক। পদবিও ভিন্ন ছিল সেবার। শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার এবার পদবি বদলে হলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। নতুন পরিচয়ে তাঁর দুই বছরের চুক্তি শুরু হচ্ছে মমিনুল হকদের নিউজিল্যান্ড সফর দিয়ে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সফরের জন্যই মূলত স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল হেরাথকে। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্পিন বোলিং পরামর্শক ছিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না হেরাথ। এরই মধ্যে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে হেরাথের সঙ্গে চুক্তি নবায়ন করার এবং তাকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার। সে লক্ষ্যেই হেরাথের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাঁ-হাতি স্পিনার হিসেবে টেস্টে এখনো সবচেয়ে সফল বোলার হলেন হেরাথ। শিকার করেছেন মোট ৪৩৩টি উইকেট।