মহিউদ্দিন বিন জুবায়েদ : হেমন্তের মাঠ পাকা পাকা ধানে ধানে
ছবির মতো আঁকা..
কুয়াশা ও শিশির ভেজা দিগন্তে সব
আছে যতো ফাঁকা।
চাষির মুখে, হাসি আর গান, নবান্ন সেই
হবে ঘরে ঘরে..
হেমন্তের ভোর হালকা শীতে কাচি হাতে
চাষি ছুটে চরে।
কী যে আনন্দ আহ! রোদের তাপে তাপে
ফসল কাটে মাঠে..
চখাচখি শালিকঘুঘু ফড়িংয়ের খোঁজ
করে, করে হাঁটে।
হেমন্তে ভোরবেলা খেজুরের রস নামে
শহর নগর গাঁয়ে..
শিশিরে চুমু খায় পথচারি— চাষির
নাঙা পায়ে পায়ে।