ফেরদৌসী খানম রীনা : হেমন্ত এলে কৃষকের মুখে
আনন্দের গান,
নতুন ফসল আসবে ঘরে
দেখে জুড়াবে প্রাণ।
নবান্নের উৎসবে মেতে রয়
গায়ের প্রতিটি ঘর,
হিন্দু মুসলিম সবাই আপন
কেহ নয় পর।
নতুন ধানের পিঠা বানায়
ঘুম নেই চোখে,
পিঠাপুলির খায় আর গান
গায় মনের সুখে।
সোনালি ফসলে ভরা মাঠ
কৃষকে মুখ হাসি,
হেমন্তের নয়নাভিরাম দৃশ্য
দেখে খুশি রাশি রাশি।
ভোর বেলা শিশির কনা
করে চিকচিক,
হেমন্তের সৌন্দর্যে মুখরিত
বাংলার চারিদিক।