কনক কুমার প্রামানিক : ভাদ্র আশ্বিন শেষে বিদায় নেয় শরৎ
বনানী আর সবুজ মাঠে বেড়ে যায় ছুরৎ।
সোনার রঙে পাক ধরেছে মাঠের সব ধানে
নব হেমন্তের আগমনে খুশি জাগে প্রাণে।
দূর্বাতে শিশির কণা মুক্তার মত জ্বলে
হেমন্তে এলে মাঠে মাঠে সোনার ধান ফলে।
দিগন্ত ভরা সোনার ধানে শোভা বেড়ে যায়
নতুন ধানে নবান্নতে খুশির সীমা নাই।
উত্তরে হিম হাওয়া বইছে নতুন সাজে
কৃষক ভীষণ ব্যস্ত, ফসল তোলার কাজে।