মোঃ রাজিব হুমায়ুন : হিম হিম অনুভব হেমন্ত ঘিরে,
শিশিরের কণা যেন প্রাণ পেল ফিরে।
শীতের বাহন হয়ে আগমনী সুর,
নবান্ন উৎসবে হাসি সুমধুর।
সবুজ-হলুদ মিলে প্রকৃতির সাজ,
সোনা রোদে ধান কাটা কৃষকের কাজ।
ভ্রমরের ছোটাছুটি প্রাতঃকাল হলে,
শাপলার সমারোহ খাল-বিল জলে।
মোঃ রাজিব হুমায়ুন : হিম হিম অনুভব হেমন্ত ঘিরে,
শিশিরের কণা যেন প্রাণ পেল ফিরে।
শীতের বাহন হয়ে আগমনী সুর,
নবান্ন উৎসবে হাসি সুমধুর।
সবুজ-হলুদ মিলে প্রকৃতির সাজ,
সোনা রোদে ধান কাটা কৃষকের কাজ।
ভ্রমরের ছোটাছুটি প্রাতঃকাল হলে,
শাপলার সমারোহ খাল-বিল জলে।