প্রযুক্তি ডেস্ক : এবার হরাইজনের ওয়েব সংস্করণ আনার চিন্তা-ভাবনা করছে মেটা। সম্প্রতি এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। হরাইজন ওয়ার্ল্ডে প্রবেশের জন্য কোনও হেডসেটেরও প্রয়োজন পড়বে না বলে ধারণা করছে সংবাদ মাধ্যম এনগেজেট। এতে খরচ তার প্রতিদ্বন্দ্বী রোবলক্সের থেকেও কমে আসবে বলে জানায় সংবাদ মাধ্যমটি। তবে ওয়েব সংস্করণটি কিভাবে চলবে সে সম্পর্কে খুব পরিষ্কার ধারণা দেননি প্রতিষ্ঠানটির সিটিও অ্যান্ড্রু বোজ। ওয়েব সংস্করণে ভিআর পরিবেশটা কেমন হতে পারে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য ওয়েব সংস্করণে খরচ নেমে আসবে ২৫ শতাংশে। এমনটাই জানিয়েছে বোজ এবং এতে হরাইজন ওয়ার্ল্ডের জন্য ব্যবহার করা কোয়েস্টের ব্যবহারও কমে আসবে। এতে কোয়েস্ট স্টোর পরিবর্তিত হয়ে অন্য কিছুতেও রূপান্তরিত হতে পারে। হতে পারে এটি অ্যাপল অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোরের মতো কিছু একটা। সব মিলিয়ে বিষয়টি ক্রিয়েটারদের জন্য খুব একটা খুশির খবর নয়।