বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের দ্বিতীয় সংসার ভেঙেছে বলে গুঞ্জন উড়ছে শোবিজ অঙ্গনে। স্ত্রী হুমায়রার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদও হয়েছে। হৃদয় খানের পারিবারিক সূত্রের বরাত দিয়ে একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। সূত্রটি গণমাধ্যমকে জানায়, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রা ডিভোর্স লেটার পাঠিয়েছেন। হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে। এ বিষয়ে সত্যতা জানতে হৃদয় খানের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে একটি গণমাধ্যমে হৃদয় খান বলেন, “বিষয়টি খুব সেনসেটিভ, তাই এ নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলুন।”
হৃদয় খানের মতো তার বাবা সংগীত পরিচালক রিপন খানও কৌশলে ব্যাপারটি এড়িয়ে যান। তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোনো তথ্যও নেই। হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি।” ক্যারিয়ারের শুরুর দিকে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে হইচই ফেলে দেন হৃদয় খান। ২০১৫ সালের ১ আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সংগীতশিল্পী। ২০১৬ সালের ৬ এপ্রিল এ দম্পতির বিচ্ছেদ হয়। প্রথম সংসার ভাঙার প্রায় দেড় বছর পর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান।