বিনোদন প্রতিবেদক : কথা সাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে ইস্পাহানী আরিফ জাহান নির্মাণ করছেন সিনেমা ‘হৃদিতা’। সোমবার ( ২৬ সেপ্টেম্বর) রাজধানীর এক রেস্তোরাঁয় ‘হৃদিতা’র গান প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিনেমাটির কলাকুশলী। আগামী ৭ অক্টোবর প্রেক্ষগৃহে মুক্তি পাবে সিনেমাটি। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পূজা চেরি বললেন, যারা এক নিঃশ্বাসে সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য হৃদিতা। নিরিবিলি পরিবেশে বসে দেখার মতো সিনেমা। যারা নাচ-গানের সিনেমা দেখতে পছন্দ করে তাদের জন্য হৃদিতা না। সিনেমাটির গানের গল্প শুনিয়ে পূজা বলেন, গানটা শুটিংয়ের আগে আমি বারবার শুনছিলাম। খুব ভালো লেগেছিল। ভাবছিলাম কোথায় শুটিং করা যায়। পরিচালক যখন জানালেন, টাঙ্গুয়ার হাওরে শুটিং হবে, আমি ঘাবড়ে গিয়েছিলাম। কারণ এর আগে আমি টাঙ্গুয়ার হাওরে শুটিং করতে গিয়েছিলাম। এত কষ্ট হয়েছিল যে, আমার মনই উঠে গিয়েছিল। ভেবেছিলাম ওইখানে আর শুটিং করতে যাবো না। যখন মনে হয়েছিল এত সুন্দর একটা গান, সুন্দর লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা হচ্ছে, তখন মনে হলো, যত কষ্টই হয়, সহ্য করব, গানটা সুন্দর হোক। যখন সুন্দরবনে গেলাম, খুব গরম। দরদর করে ঘামছি। মেকআপ গলে গলে পড়ছে। তখন ভেবেছিলাম, আসলে কি ঠিক করেছি? এখন গানটা দেখে মনে হচ্ছে যে কষ্টটা করেছি তা সার্থক হয়েছে।
শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে চিত্রনায়ক এবিএম সুমন বলেন, সিনেমার বড় একটা দৃশ্য আছে। দৃশ্যটা ধারণ করতে আমাদের দুই ঘণ্টার মতো সময় লেগেছিল। পুরো দুই ঘণ্টা আমি আর পূজা কান্না করেছিলাম।ৃ গল্পটা খুবই হৃদয়ছোঁয়া। আমরা চেষ্টা করেছি। দর্শকদের উদ্দেশে সুমন আরও বলেন, এ সময়ে এসে আমরা যে সত্যিকার প্রেমটা খুঁজি সেই প্রেমটা পর্দায় পাবেন। সিনেমাটির পরিচালক ইস্পাহানী আরিফ জাহান বলেন, বাংলা সিনেমায় একটা জোয়ার চলছে। সেই জোয়ারে আমার ‘হৃদিতা’ নিয়ে এসেছি। আশা করি দর্শক নতুন আরও একটা গল্প দেখতে পাবে। ২০১৯-২০ অর্থবছরের সিনেমা ‘হৃদিতা’। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশ হয়েছে। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে। পূজা চেরি ও এবিএম সুমন ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ। ‘হৃদিতা’ সিনেমার সংবাদ সম্মেলনে সিনেমাটির কলাকুশলী ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি নির্মাতা সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, ইমরান, চন্দন সিনহা, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন, সাংবাদিক মুন্নি সাহা, জ. ই মামুন উপস্থিত ছিলেন।
‘হৃদিতা’ ছবির গান প্রকাশ, মুক্তি ৭ অক্টোবর
ট্যাগস :
‘হৃদিতা’ ছবির গান প্রকাশ
জনপ্রিয় সংবাদ