ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

হুমা-সোনাক্ষীর ‘ডাবল এক্সএল’ আসছে

  • আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ‘বডি শেমিং’য়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তার নিয়ে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন সিনেমা ডাবল এক্সএলের টিজার প্রকাশ পেয়েছে। টিজারজুড়ে আছে দুই বন্ধুর মজা আর রসিকতা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে বলিউডের এ সিনেমা। টিসিরিজ প্রযোজিত এ সিনেমা পরিচালনা করেছেন সাতরাম রামানি। হুমা এ সিনেমায় মিরাটের রাজশ্রী ত্রিবেদী এবং সোনাক্ষী দিল্লির সায়রা খান্নার চরিত্রে কাজ করেছেন। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই টিজারে দেখা যায়, বিদেশের মাটিতে এক বেঞ্চে বসে আছেন হুমা এবং সোনাক্ষী। হুমার ঠাট্টা দিয়ে শুরু হয়েছে ভিডিও। মেয়েদের ঢিলেঢালা পোশাকের মাঝেও পুরুষদের শরীর খোঁজার মানসিকতা তাদের সেই রসিকতার বিষয়বস্তু।
‘বডি শেমিংকে’একটি সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরা হয়েছে এ সিনেমায়। শরীর স্থূলকায় বা রোগাটে- যাই হোক না কেন, এমন শরীরের লোকজনকে খোঁচা দেয় পুরুষরা। এই ‘বডি শেমিং’র বিরুদ্ধে সচেতনতা তৈরির জোরালো বার্তা দেওয়া হয়েছে ‘ডাবল এক্সএলে’। দুই অভিনেত্রী তাদের টুইটারে লিখেছেন, “ভাজা থেকে মজাৃ জীবনের সব ভালো কিছু পাওয়া যাবে #ডাবলএক্সএল থেকে। বন্ধুত্ব আর মজার মজার ঘটনার গল্প নিয়ে আসছি আমরা।“ সিনেমায় সোনাক্ষী সিনহার কথিত প্রেমিক জহির ইকবাল এবং অভিনেতা মাহাত রাঘবেন্দ্রকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সোনাক্ষী সিনহাকে শেষবার সালমান খানের বিপরীতে দাবাং-৩ এ দেখা গিয়েছিল। আর হুমা কুরেশি শেষ কাজ করেছেন অজিত কুমারের ভ্যালিমাই সিনেমায়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

হুমা-সোনাক্ষীর ‘ডাবল এক্সএল’ আসছে

আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ‘বডি শেমিং’য়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তার নিয়ে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন সিনেমা ডাবল এক্সএলের টিজার প্রকাশ পেয়েছে। টিজারজুড়ে আছে দুই বন্ধুর মজা আর রসিকতা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে বলিউডের এ সিনেমা। টিসিরিজ প্রযোজিত এ সিনেমা পরিচালনা করেছেন সাতরাম রামানি। হুমা এ সিনেমায় মিরাটের রাজশ্রী ত্রিবেদী এবং সোনাক্ষী দিল্লির সায়রা খান্নার চরিত্রে কাজ করেছেন। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই টিজারে দেখা যায়, বিদেশের মাটিতে এক বেঞ্চে বসে আছেন হুমা এবং সোনাক্ষী। হুমার ঠাট্টা দিয়ে শুরু হয়েছে ভিডিও। মেয়েদের ঢিলেঢালা পোশাকের মাঝেও পুরুষদের শরীর খোঁজার মানসিকতা তাদের সেই রসিকতার বিষয়বস্তু।
‘বডি শেমিংকে’একটি সামাজিক ব্যাধি হিসেবে তুলে ধরা হয়েছে এ সিনেমায়। শরীর স্থূলকায় বা রোগাটে- যাই হোক না কেন, এমন শরীরের লোকজনকে খোঁচা দেয় পুরুষরা। এই ‘বডি শেমিং’র বিরুদ্ধে সচেতনতা তৈরির জোরালো বার্তা দেওয়া হয়েছে ‘ডাবল এক্সএলে’। দুই অভিনেত্রী তাদের টুইটারে লিখেছেন, “ভাজা থেকে মজাৃ জীবনের সব ভালো কিছু পাওয়া যাবে #ডাবলএক্সএল থেকে। বন্ধুত্ব আর মজার মজার ঘটনার গল্প নিয়ে আসছি আমরা।“ সিনেমায় সোনাক্ষী সিনহার কথিত প্রেমিক জহির ইকবাল এবং অভিনেতা মাহাত রাঘবেন্দ্রকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সোনাক্ষী সিনহাকে শেষবার সালমান খানের বিপরীতে দাবাং-৩ এ দেখা গিয়েছিল। আর হুমা কুরেশি শেষ কাজ করেছেন অজিত কুমারের ভ্যালিমাই সিনেমায়।