বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসের বিশেষ চমক হতে যাচ্ছে ভিকি জাহেদ নির্মিত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এতে প্রথমবারের মতো জুটিবেধে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রেহান। ভিকি মূলত থ্রিলার নির্মাতা। খুব একটা রোমান্টিক কাজ করতে দেখা যায় না তাকে। করলেও হাতে গোনা। তবে এই বছর ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোসার ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি। প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে এই ওয়েব ফিল্মটি উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। কারণ, হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই তিনি।
গণমাধ্যমকে এই নির্মাতা জানান, নির্মাতা হিসেবে তাকে ভীষণ প্রভাবিত করেছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তার। ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে হুমায়ূন আহমেদের ছাপ রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন (আহমেদ) স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।’ ওয়েব সিনেমাটি নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘আমি রোমান্টিক কাজ কম করি। ফলে দর্শকেরা অনেক দিন ধরেই চাচ্ছিলেন, আমি যেন রোমান্টিক কাজ করি।
এটা নিখাদ ভালোবাসার গল্পে নির্মাণ করেছি।’ বলা প্রয়োজন, ‘ইরিনা’, ‘জন্মদাগ’, ‘রেহনুমা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম সিরিজ’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘কাজলের দিনরাত্রি’, ‘আমি কি তুমি’, ‘তিথিডোর’- এর মতো আলোচিত কাজ উপহার দিয়েছেন ভিকি জাহেদ। উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।