ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

  • আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • ৪ বার পড়া হয়েছে

দিনাজপুর সংবাদদাতা : ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আর গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। ফের স্লট বুকিং চালু করায় আজ বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হলো। তবে পেঁয়াজ আমদানি হলেও এখনো পর্যন্ত আলু আমদানির কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়েছে। যার কারণে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করেছিলেন। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় আজ বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনও আলু আমদানি হয়নি। সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি। হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন আমদানিকারকরা

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

আপডেট সময় : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

দিনাজপুর সংবাদদাতা : ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত তিন দিন ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আর গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। ফের স্লট বুকিং চালু করায় আজ বধুবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে পেঁয়াজ বোঝাই পাঁচটি ট্রাক বন্দরে প্রবেশ করে। এর মধ্যমে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হলো। তবে পেঁয়াজ আমদানি হলেও এখনো পর্যন্ত আলু আমদানির কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়েছে। যার কারণে তারা সব ধরনের পণ্য রপ্তানি বন্ধ করেছিলেন। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় আজ বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনও আলু আমদানি হয়নি। সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি। হিলি কাস্টমসের তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।