ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা

  • আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : ভারতে ও দেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকাড়িতে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১১ টাকা। বর্তমানে প্রতি কেজি পেয়াজের দাম কমে ২৫ থেকে ২৮ টাকা হয়েছে। পেঁয়াজের দাম ২০-২২ টাকায় নামবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল কাইয়ুম বলেন, ‘পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। বর্তমানে পেঁয়াজের দাম কমায় সেই অবস্থার পরিবর্তন হয়েছে।’ অপর পাইকার নজরুল ইসলাম বলেন, ‘যে পেঁয়াজ গত সপ্তাহে ৩৫ থেকে ৩৯ টাকা দরে বিক্রি হয়েছিল সেই পেঁয়াজের দাম বর্তমানে ২৫ থেকে ২৮ টাকায় নেমেছে।’
স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘ভারতের ব্যাঙ্গালোর অঞ্চলে বন্যার কারণে ক্ষেত নষ্ট হয়ে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। সম্প্রতি ভারতে নতুন করে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ আসার কারণে পুরনো পেঁয়াজ কিছুটা কম দামে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। এতে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অপরদিকে, দেশে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো গত সপ্তাহে পেঁয়াজের এলসি না দিলেও বর্তমানে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে এলসি দিতে শুরু করায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এ ছাড়া ইতোমধ্যেই দেশি নতুন পাতাপেঁয়াজ উঠতে শুরু করেছে। এ কারণে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মণপ্রতি দেশি পেঁয়াজের দাম ২শ থেকে ৩শ টাকা করে কমেছে। এতে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমায় দাম কমতে শুরু করেছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। কখনও আমদানি বেশি হচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে। তবে গত তিন দিন ধরে বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বুধবার বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৩২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হিলি স্থলবন্দরে পেঁয়াজের কেজি ২৫ টাকা

আপডেট সময় : ০১:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

হিলি (দিনাজপুর) সংবাদদাতা : ভারতে ও দেশে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকাড়িতে কেজিপ্রতি দাম কমেছে ১০ থেকে ১১ টাকা। বর্তমানে প্রতি কেজি পেয়াজের দাম কমে ২৫ থেকে ২৮ টাকা হয়েছে। পেঁয়াজের দাম ২০-২২ টাকায় নামবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আব্দুল কাইয়ুম বলেন, ‘পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছিল। বর্তমানে পেঁয়াজের দাম কমায় সেই অবস্থার পরিবর্তন হয়েছে।’ অপর পাইকার নজরুল ইসলাম বলেন, ‘যে পেঁয়াজ গত সপ্তাহে ৩৫ থেকে ৩৯ টাকা দরে বিক্রি হয়েছিল সেই পেঁয়াজের দাম বর্তমানে ২৫ থেকে ২৮ টাকায় নেমেছে।’
স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘ভারতের ব্যাঙ্গালোর অঞ্চলে বন্যার কারণে ক্ষেত নষ্ট হয়ে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল। সম্প্রতি ভারতে নতুন করে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ উঠতে শুরু করেছে। নতুন পেঁয়াজ আসার কারণে পুরনো পেঁয়াজ কিছুটা কম দামে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। এতে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। অপরদিকে, দেশে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো গত সপ্তাহে পেঁয়াজের এলসি না দিলেও বর্তমানে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে এলসি দিতে শুরু করায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বেড়েছে। এ ছাড়া ইতোমধ্যেই দেশি নতুন পাতাপেঁয়াজ উঠতে শুরু করেছে। এ কারণে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মণপ্রতি দেশি পেঁয়াজের দাম ২শ থেকে ৩শ টাকা করে কমেছে। এতে দেশের বাজারে আমদানি করা পেঁয়াজের চাহিদা কমায় দাম কমতে শুরু করেছে।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে, তবে আমদানির পরিমাণ ওঠানামা করছে। কখনও আমদানি বেশি হচ্ছে, আবার কখনও কমে যাচ্ছে। তবে গত তিন দিন ধরে বন্দর দিয়ে ১০ থেকে ১৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে। বুধবার বন্দর দিয়ে ১২টি ট্রাকে ৩৩২ টন পেঁয়াজ আমদানি হয়েছে।’