ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন হিরো শ্যামল

  • আপডেট সময় : ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ফেসবুক ও ইউটিউবের স্বঘোষিত হিরো, হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন সামাজিক মাধ্যমের বর্তমান আলোচিত নাম হিরো শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান। ‘সি ইউ নট ফর মাইন্ড বাট হ্যাভ অ্যা রিলাক্স, চিল রে মামা চিল’ জাতীয় সংলাপের জেরে কিছুদিন ধরে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল এই শ্যামল। কিন্তু হঠাৎ তিনি হিরো আলমের কাছে কেন ক্ষমা চাইলেন?
ঘটনা হচ্ছে, সম্প্রতি ‘সি ইউ, নট ফর মাইন্ড’ শিরোনামে গান গেয়ে তিনি হইচই ফেলে দেন। এই গানে তিনি সরাসরি হিরো আলমকে তোপ দেগেছিলেন। গানের কথাগুলো ছিল এমন, ‘আমি মাই নেম ইজ শ্যামল। আজ থেকে আমি হিরো শ্যামল। আজকে থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। এই ব্রাদার কাট হিয়ার।’
নেটিজেনদের মন্তব্য, ‘গানে চূড়ান্ত বেসুরো শ্যামল’। কিন্তু নজর কেড়েছিল হিরো আলমকে নিয়ে করা তার ওই উক্তি। এক নেটিজেন মজার ছলে লেখেন, ‘এই জন্য বলি বাঙালির ট্যালেন্টের কোনো অভাব নেই। দাদা এবার হিরো আলমের একচ্ছত্র আধিপত্য শেষ করবে।’ শুধু একজন নেটিজেন নয়, এই একই স্বর শোনা গিয়েছিল অনেকের কণ্ঠেই।
এদিকে নেটদুনিয়ায় এই গান দেখার পর প্রতিক্রিয়া দেন হিরো আলমও। তিনি বলেন, ‘আমি নিজের প্রতিভায় নাম করেছি। দুই বাংলাতেই আমার জনপ্রিয়তা সমান। কেউ গান গাইতেই পারেন। কিন্তু আমার নামে কুকথা বলে, বিকৃত করে গান গাওয়ার মানে কী? আমি দ্রুত হিরো শ্যামলের নামে মামলা করব।’
হিরো আলমের এই হুঁশিয়ারি আগুনের মতো ছড়িয়ে পড়ে। তাতেই বোধহয় ভয় পেয়ে গেছেন স্বভাবে সহজসরল শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমি যে কাজ করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। আসলে এই ধরনের বিতর্ক তৈরি হবে আমি তা বুঝতে পারিনি।’
হিরো আলমকে উদ্দেশ্য করে শ্যামল বলেন, ‘আপনার সঙ্গে সরাসরি আমার কখনও দেখা হয়নি। আমাকে চাপ দিয়ে এই কাজ করানো হয়েছে। আমাকে ব্যবহার করে অনেকে লাভ করছে। আপনারা জানেন আমি দরিদ্র পরিবারের ছেলে। আমাকে ক্ষমা করে দিন।’
প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বী হিরো শ্যামল ওরফে শ্যামল রায় গাইবান্ধায় একটি রেলস্টেশনে টিকিট বিক্রির কাজ করেন। তার ইংরেজি ভাষায় কথা বলার ইচ্ছে অনেকেরই জানা। বিশেষ করে, তার ভিডিওগুলো যারা দেখেছেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন হিরো শ্যামল

আপডেট সময় : ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

বিনোদন প্রতিবেদক : ফেসবুক ও ইউটিউবের স্বঘোষিত হিরো, হিরো আলমের কাছে ক্ষমা চাইলেন সামাজিক মাধ্যমের বর্তমান আলোচিত নাম হিরো শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান। ‘সি ইউ নট ফর মাইন্ড বাট হ্যাভ অ্যা রিলাক্স, চিল রে মামা চিল’ জাতীয় সংলাপের জেরে কিছুদিন ধরে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল এই শ্যামল। কিন্তু হঠাৎ তিনি হিরো আলমের কাছে কেন ক্ষমা চাইলেন?
ঘটনা হচ্ছে, সম্প্রতি ‘সি ইউ, নট ফর মাইন্ড’ শিরোনামে গান গেয়ে তিনি হইচই ফেলে দেন। এই গানে তিনি সরাসরি হিরো আলমকে তোপ দেগেছিলেন। গানের কথাগুলো ছিল এমন, ‘আমি মাই নেম ইজ শ্যামল। আজ থেকে আমি হিরো শ্যামল। আজকে থেকে হিরো আলমের দিন শেষ, শ্যামলের সোনার বাংলাদেশ। এই ব্রাদার কাট হিয়ার।’
নেটিজেনদের মন্তব্য, ‘গানে চূড়ান্ত বেসুরো শ্যামল’। কিন্তু নজর কেড়েছিল হিরো আলমকে নিয়ে করা তার ওই উক্তি। এক নেটিজেন মজার ছলে লেখেন, ‘এই জন্য বলি বাঙালির ট্যালেন্টের কোনো অভাব নেই। দাদা এবার হিরো আলমের একচ্ছত্র আধিপত্য শেষ করবে।’ শুধু একজন নেটিজেন নয়, এই একই স্বর শোনা গিয়েছিল অনেকের কণ্ঠেই।
এদিকে নেটদুনিয়ায় এই গান দেখার পর প্রতিক্রিয়া দেন হিরো আলমও। তিনি বলেন, ‘আমি নিজের প্রতিভায় নাম করেছি। দুই বাংলাতেই আমার জনপ্রিয়তা সমান। কেউ গান গাইতেই পারেন। কিন্তু আমার নামে কুকথা বলে, বিকৃত করে গান গাওয়ার মানে কী? আমি দ্রুত হিরো শ্যামলের নামে মামলা করব।’
হিরো আলমের এই হুঁশিয়ারি আগুনের মতো ছড়িয়ে পড়ে। তাতেই বোধহয় ভয় পেয়ে গেছেন স্বভাবে সহজসরল শ্যামল। সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমি যে কাজ করেছি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভুল হয়ে গেছে। আসলে এই ধরনের বিতর্ক তৈরি হবে আমি তা বুঝতে পারিনি।’
হিরো আলমকে উদ্দেশ্য করে শ্যামল বলেন, ‘আপনার সঙ্গে সরাসরি আমার কখনও দেখা হয়নি। আমাকে চাপ দিয়ে এই কাজ করানো হয়েছে। আমাকে ব্যবহার করে অনেকে লাভ করছে। আপনারা জানেন আমি দরিদ্র পরিবারের ছেলে। আমাকে ক্ষমা করে দিন।’
প্রসঙ্গত, হিন্দু ধর্মাবলম্বী হিরো শ্যামল ওরফে শ্যামল রায় গাইবান্ধায় একটি রেলস্টেশনে টিকিট বিক্রির কাজ করেন। তার ইংরেজি ভাষায় কথা বলার ইচ্ছে অনেকেরই জানা। বিশেষ করে, তার ভিডিওগুলো যারা দেখেছেন। সম্প্রতি তিনি বিয়ে করেছেন।