আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি হওয়ার কারণ হিসেবে ‘হিজাব’ না পরাকে দায়ী করেছেন দেশটির কর্ণাটক রাজ্যে কংগ্রেসের এক বিধায়ক (সংসদ সদস্য) জমির আহমেদ।
সম্প্রতি, রাজ্যটির একটি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় ক্লাসের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ‘হিজাব’ ইস্যুতে পুরো ভারতজুড়ে বিতর্ক চলছে। কেউ কেউ হিজাবের পক্ষে, আবার কেউ কেউ এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন।
গত রোববার ভারতের বার্তা সংস্থা এএনআইকে জমির আহমেদ বলেন,‘ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’ ওই বিধায়ক আরো বলেন,‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারীই হিজাব পরেন না।’ ‘‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদের রক্ষা করতে চান, তারা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।’ গতকাল সোমবার ভারতের বিভিন্ন আদালতে হিজাব-বিতর্কে একাধিক মামলার শুনানি হয়েছে।
হিজাব’ না পরার কারণে ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ