কাজাখস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে হিজাব ছাড়া অংশগ্রহণ করায় ইরানি তরুণী সারা খাদেমকে দেশে না ফিরতে সতর্ক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি স্পেনে পৌঁছেছেন বলে জানা গেছে। সারা খাদেমের জন্ম ১৯৯৭। তিনি গত সপ্তাহে আলমাটিতে এফআইডিই ওয়ার্ল্ড র্যাপিড এবং ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে হিজাব ছাড়াই অংশ নিয়েছিলেন। ফলে এমন বিপাকে পড়তে হয়েছে তাকে। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রয়টার্সকে বলেছে, খাদেম পরবর্তীতে একাধিক ফোন কল পেয়েছিলেন। ফোনে ওই ব্যক্তিরা তাকে টুর্নামেন্টের পরে দেশে ফেরার বিরুদ্ধে সতর্ক করেছিল। তবে অনেকে বিষয়টি সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে দেশে ফেরার পরামর্শও দিয়েছে। সূত্রটি আরও জানায়, খাদেমের আত্মীয় এবং বাবা-মা যারা ইরানে রয়েছেন, তারাও হুমকি পেয়েছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মামলার বিষয়ে মন্তব্য করার অনুরোধের সাড়া দেয়নি। দাবারু তরুণীটি সরসাদত খাদেমালশারিহ নামেও পরিচিত। তিনিও মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেননি। লে ফিগারো এবং এল পাইসসহ একাধিক সংবাদপত্র গত সপ্তাহে জানিয়েছিল, খাদেম ইরানে ফিরে যাবেন না, তিনি স্পেনে চলে যাবেন। ফোন কলের ফলে আয়োজকরা কাজাখ পুলিশের সহযোগিতায় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে খাদেমের হোটেল রুমের বাইরে চারজন দেহরক্ষী মোতায়েন করা হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের ওয়েবসাইট অনুসারে বিশ্বে খাদেমের র্যাংকিং ৮০৪ তম। ২৫-৩০ ডিসেম্বরের ইভেন্টের ওয়েবসাইট তাকে র্যাপিড এবং ব্লিটজ উভয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।