ক্রীড়া ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার তার বিরুদ্ধে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ, যার প্রেক্ষিতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে (ঐঈঅ) নির্দেশ দেওয়া হয়েছে, যেন রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তার নামে থাকা স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে, ম্যাচ টিকিট থেকে তার নামও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্ত এসেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার ও ওম্বুডসম্যান বিচারপতি ভি. ঈশ্বরাইয়ার পক্ষ থেকে। তিনি নির্দেশ দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই আজহারউদ্দিনের নাম সংযুক্ত যেকোনো স্থাপন বা উপকরণ থেকে তা সরিয়ে ফেলতে হবে। এই পুরো ঘটনার সূত্রপাত হয় ২৮ ফেব্রুয়ারি, যখন লর্ডস ক্রিকেট ক্লাব আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলে। উল্লেখ্য, ক্লাবটি ঐঈঅ-এর ২২৬টি সদস্য ক্লাবের একটি। অভিযোগে বলা হয়, আজহার তার নিজের অবস্থানকে অপব্যবহার করে নিজের নামে স্ট্যান্ডের নামকরণ করেন, যখন তিনি ছিলেন হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি। অভিযোগ আরও রয়েছে, ঐ বৈঠকে সভাপতিত্বও করেছিলেন তিনি নিজেই, যেখানে তার নামে স্ট্যান্ডের নামকরণ অনুমোদিত হয়।
তদন্তে উঠে এসেছে ক্রিকেট টিকিটে তার নাম সংযুক্ত করাও ছিল তার একক সিদ্ধান্ত। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে, ক্রীড়াঙ্গনে প্রভাবশালী পদে থেকে ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহার কতটা ন্যায্য?