ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

  • আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

শেখ হাসিনা -ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগের বিষয়ে জবাবের জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তাই আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরানের সই করা এই বিজ্ঞপ্তি সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে রুহুল ইমরান ২৫ মে এই বিজ্ঞপ্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০) নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। কোনো জবাব দাখিল করেননি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যেকোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনাকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগের বিষয়ে জবাবের জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। তাই আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনাকে সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার (জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ) এ এস এম রুহুল ইমরানের সই করা এই বিজ্ঞপ্তি সোমবার (২৬ মে) দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নির্দেশক্রমে রুহুল ইমরান ২৫ মে এই বিজ্ঞপ্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে একই অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০) নামের ব্যক্তিকেও ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা ও শাকিল আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১-এ আদালত অবমাননার অভিযোগ এনেছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য দুজনকে নোটিশ দেওয়া সত্ত্বেও তারা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। কোনো জবাব দাখিল করেননি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেওয়ার লক্ষ্যে তাদের আবার নোটিশ দেওয়া হলো। তারা আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে সশরীর উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে জবাব বা বক্তব্য দেবেন। তা না হলে সেই ধার্য তারিখে অথবা পরবর্তী যেকোনো তারিখে তাদের অনুপস্থিতিতে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকার্য সম্পন্ন হবে।