ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

হাসপাতাল সুপারের বিরুদ্ধে ৫০ নার্সকে যৌন হয়রানির অভিযোগ

  • আপডেট সময় : ০১:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশের ভোপালে একটি হাসপাতালের সুপার দীপক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ৫০ নার্স। সম্প্রতি ওই হাসপাতালের নার্সরা এ অভিযোগ করেছেন। নার্সদের অভিযোগ, রাতে ডিউটির সময় হাসপাতালের সুপার তাদেরকে নিয়মিত যৌন হয়রানি করেছেন। তিনি নার্সদের সামনেই বিভিন্ন সময়ে অশ্লীল কর্মকা- লিপ্ত হন। ঘটনাটি ঘটেছে ভোপালের হামিদিয়া হাসপাতালে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। নার্সদের এ অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, নার্সদের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হাসপাতালের সুপার দীপক মারাভির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতাল সুপারের বিরুদ্ধে ৫০ নার্সকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০১:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশের ভোপালে একটি হাসপাতালের সুপার দীপক মারাভির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ৫০ নার্স। সম্প্রতি ওই হাসপাতালের নার্সরা এ অভিযোগ করেছেন। নার্সদের অভিযোগ, রাতে ডিউটির সময় হাসপাতালের সুপার তাদেরকে নিয়মিত যৌন হয়রানি করেছেন। তিনি নার্সদের সামনেই বিভিন্ন সময়ে অশ্লীল কর্মকা- লিপ্ত হন। ঘটনাটি ঘটেছে ভোপালের হামিদিয়া হাসপাতালে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল। নার্সদের এ অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়াও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকারও। রাজ্যের স্বাস্থ্য কমিশনারকে ১০ দিনের মধ্যে এ অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ মানবাধিকার কমিশন। রাজ্যের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, নার্সদের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হাসপাতালের সুপার দীপক মারাভির সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।