বিনোদন ডেস্ক: পরীমণির ছেলে পূণ্যের তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল গত ১০ আগস্ট। আর ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি নায়িকা। কিন্তু পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, কেউ ব্যবসায়িক ভ্লগ বানিয়ে প্রচার করছেন। আর তাতেই মেজাজ হারান এই নায়িকা।
এরপর পরী তার ফেসবুকে ছেলের শরীর অসুস্থ হওয়ার খবর দেন। থার্মোমিটারের ছবি দিয়ে জ্বরের পরিমাপ উল্লেখ করেন অভিনেত্রী। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না।’
রোববার (১৭ আগস্ট) বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন পরীমণি। সেখানেও উঠে আসে তার ক্ষোভ। লেখেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’
পরীমণির ইঙ্গিতপূর্ণ এই বার্তা নিয়ে কৌতূহল ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে। তবে ভক্তদের অনেকেই বুঝতে পেরেছেন। কেউ লিখেছেন, ‘এই দেশে এমন অনেক কাহিনি আছে।’ আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, খুবই খারাপ অবস্থা। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশে খুবই হাস্যকর বিষয় এটা।’ তবে অধিকাংশই বিস্তারিত জানার অপেক্ষা করছেন।
এসি/