বিনোদন ডেস্ক : গাড়ি কিনে তা চালানো শিখতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিলেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর।
তবে আঘাত গুরুতর না হওয়ায় মঙ্গলবার হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন।
সোমবার বিকালে বীরভূমের কুড়ালজুড়ি গ্রামে সদ্য কেনা গাড়ি চালানো শিখছিলেন ভুবন (৫০)। তখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে, ভুবন বুকে আঘাত পান।
সংবাদ প্রতিদিন জানায়, সঙ্গে সঙ্গে তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ছেড়ে দেওয়া হয় তাকে।
মাস কয়েক আগেও বীরভূমের গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর। নিজেই গান বেঁধে তা গাইতে গাইতে বেচতেন তিনি।
সেই ‘কাঁচা বাদাম’ গান রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তাকে তারকা বানিয়ে দেয়। এখন বাদাম বিক্রি ছেড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি নিজের জন্য কিনেছেন গাড়ি, সেই গাড়ি থেকেই ঘটে দুর্ঘটনা।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ‘কাঁচা বাদামের’ ভুবন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ