ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন গ্যাস বেলুনে দগ্ধ রনি

  • আপডেট সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক আবু হেনা রনি এবং পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান। সুস্থ ও শঙ্কামুক্ত হওয়ায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ছাড়পত্র দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নতুন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য কৌতুক অভিনেতা রনিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ধন্যবাদ জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদেরও।
আইজিপি বলেন, ‘ডা. সামন্ত লাল ও তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাদের দেশের একজন জাতীয় শিল্পীকে সুস্থ করে মানুষের ভালোবাসার ফিগার রনিকে সবার মাঝে ফিরিয়ে দিয়েছেন। আশা করছি, আগের মতো করে রনি আবারও মঞ্চ মাতিয়ে তুলতে সক্ষম হবেন।’
গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন আবু হেনা রনিসহ পাঁচজন। বাকি চারজন হলেন- মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উদ্বোধন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে বেশ কিছু গ্যাস বেলুন দেওয়া হয় উড়ানোর জন্য। কিন্তু বারবার চেষ্টা করেও সেই বেলুন উড়াতে ব্যর্থ হচ্ছিলেন তিনি।
পরে কয়েকজন পুলিশ সদস্য সেই বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের মূলমঞ্চে চলে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পাশে বসে থাকা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভান এবং দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রনি, মোশাররফ ও জিল্লুরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এর মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের ১৯ শতাংশ দগ্ধ হয়। রনির শ্বাসনালি পুড়ে যাওয়াসহ এক কান এবং শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়। অবশেষে এক মাস চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এ খবরে খুশি রনির ভক্তরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন গ্যাস বেলুনে দগ্ধ রনি

আপডেট সময় : ০২:৩০:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক আবু হেনা রনি এবং পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান। সুস্থ ও শঙ্কামুক্ত হওয়ায় দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ছাড়পত্র দেওয়া হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নতুন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য কৌতুক অভিনেতা রনিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ধন্যবাদ জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদেরও।
আইজিপি বলেন, ‘ডা. সামন্ত লাল ও তার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাদের দেশের একজন জাতীয় শিল্পীকে সুস্থ করে মানুষের ভালোবাসার ফিগার রনিকে সবার মাঝে ফিরিয়ে দিয়েছেন। আশা করছি, আগের মতো করে রনি আবারও মঞ্চ মাতিয়ে তুলতে সক্ষম হবেন।’
গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন আবু হেনা রনিসহ পাঁচজন। বাকি চারজন হলেন- মোশাররফ হোসেন, পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে উদ্বোধন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে বেশ কিছু গ্যাস বেলুন দেওয়া হয় উড়ানোর জন্য। কিন্তু বারবার চেষ্টা করেও সেই বেলুন উড়াতে ব্যর্থ হচ্ছিলেন তিনি।
পরে কয়েকজন পুলিশ সদস্য সেই বেলুনগুলো মঞ্চের পাশে নিয়ে যান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানের মূলমঞ্চে চলে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ সদস্যসহ অন্যরা বেলুনে আগুন লাগিয়ে উড়ানোর চেষ্টা করার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পাশে বসে থাকা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হন। পুলিশ সদস্যরা তাদের গায়ে পানি ঢেলে আগুন নেভান এবং দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রনি, মোশাররফ ও জিল্লুরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এর মধ্যে রনির শরীরের ২৫ শতাংশ এবং পুলিশ সদস্য জিল্লুর রহমানের ১৯ শতাংশ দগ্ধ হয়। রনির শ্বাসনালি পুড়ে যাওয়াসহ এক কান এবং শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়। অবশেষে এক মাস চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। এ খবরে খুশি রনির ভক্তরা।