নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৩৮ জন। এই বছর একদিনে একসঙ্গে এত রোগী আর পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। তাদের মধ্যে ৩১৫ জন ঢাকার এবং বাইরের ১২৩ জন। তাছাড়া এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৪৫ জন, যার মধ্যে ২৪ জন এই মাসে মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮২৬ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৬০ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ১৯১ জন, আর বাকি ৩৬৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪০২ জন।
হাসপাতালে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ