ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

হাসপাতালে রুক্মিণী, কী হয়েছে অভিনেত্রীর

  • আপডেট সময় : ০৫:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সম্প্রতি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই থেকে তিনি ভীষণ জ্বরে ভুগছেন। কিন্তু তাতেও কাজ থামিয়ে রাখেননি এ অভিনেত্রী। (৯ ফেব্রুয়ারি) সকালে রুক্মিণী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এটি দেখে তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। পোস্টে তিনি হাসপাতালে শুয়ে থাকা ছবি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হাতে স্যালাইন চলছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাল ছাড়িনি, এখনো লড়ে যাচ্ছি।’ রুক্মিণীর সেই ছবি শেয়ার করে নির্মাতা রামকমল মুখোপাধ্যায় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘তুমি প্রকৃত অর্থে একজন যোদ্ধা রুক্মিণী। মনে আছে, আমাদের সিনেমার সেই সংলাপটা- এই জেদটা কোনোদিন ছাড়িস নে।’ নির্মাতার পোস্টেও অনেকে রুক্মিনির দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা।

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল। শারীরিক অসুস্থতার কারণেই সম্প্রতি ‘খাদান’সিনেমার সাফল্য উদযাপন পার্টিতে দেরিতে এসেছিলেন এ অভিনেত্রী। তারপরই হাসপাতালে ভর্তি হন তিনি। বিগত ৪০ দিন ধরে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন রুক্মিনি। কলকাতার বিভিন্ন প্রান্তে টিমের সঙ্গে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। মুক্তির পর যখন দর্শক- সমালোচকরা প্রশংসা করছেন, তখনো বিশ্রাম নেননি রুক্মিণী।

প্রতিদিন কাজের মধ্যে ডুবে থেকেছেন। একটানা এমন শারীরিক ধকলের জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেত্রী। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের অসুস্থতার সেই খবর ভাগ করে নিলেন রুক্মিনি। এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

হাসপাতালে রুক্মিণী, কী হয়েছে অভিনেত্রীর

আপডেট সময় : ০৫:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: সম্প্রতি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই থেকে তিনি ভীষণ জ্বরে ভুগছেন। কিন্তু তাতেও কাজ থামিয়ে রাখেননি এ অভিনেত্রী। (৯ ফেব্রুয়ারি) সকালে রুক্মিণী তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এটি দেখে তার অনুরাগীদের মন খারাপ হয়েছে। পোস্টে তিনি হাসপাতালে শুয়ে থাকা ছবি প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। হাতে স্যালাইন চলছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাল ছাড়িনি, এখনো লড়ে যাচ্ছি।’ রুক্মিণীর সেই ছবি শেয়ার করে নির্মাতা রামকমল মুখোপাধ্যায় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, ‘তুমি প্রকৃত অর্থে একজন যোদ্ধা রুক্মিণী। মনে আছে, আমাদের সিনেমার সেই সংলাপটা- এই জেদটা কোনোদিন ছাড়িস নে।’ নির্মাতার পোস্টেও অনেকে রুক্মিনির দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্তরা।

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল। শারীরিক অসুস্থতার কারণেই সম্প্রতি ‘খাদান’সিনেমার সাফল্য উদযাপন পার্টিতে দেরিতে এসেছিলেন এ অভিনেত্রী। তারপরই হাসপাতালে ভর্তি হন তিনি। বিগত ৪০ দিন ধরে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে প্রচারণায় ব্যস্ত ছিলেন রুক্মিনি। কলকাতার বিভিন্ন প্রান্তে টিমের সঙ্গে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন তিনি। মুক্তির পর যখন দর্শক- সমালোচকরা প্রশংসা করছেন, তখনো বিশ্রাম নেননি রুক্মিণী।

প্রতিদিন কাজের মধ্যে ডুবে থেকেছেন। একটানা এমন শারীরিক ধকলের জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেত্রী। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের অসুস্থতার সেই খবর ভাগ করে নিলেন রুক্মিনি। এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।