প্রত্যাশা ডেস্ক: প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান রাজনীতিক রনিল বিক্রমাসিংহেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেফতারের পর শুক্রবার (২২ আগস্ট) তাকে চারদিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। সেদিনই স্বাস্থ্য সমস্যাজনিত কারণে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
গত শনিবার (২৩ আগস্ট) সেখান থেকে তাকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হাসপাতালটির উপ-পরিচালক ড. রুকশান বেলানা সাংবাদিকদের বলেন, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহেকে পানিশূন্যতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত জটিলতা নিয়ে হাসপাতালের জরুরি সেবা বিভাগে আনা হয়। পরে সেখান থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল।
হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ড. প্রদীপ বিজেসিংহে লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররকে বলেছেন, বয়সের কারণে তার (বিক্রমাসিংহে) রক্তচাপ খানিকটা বেশি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাত্রই আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করেছি।
সাবেক এ প্রেসিডেন্টের হাসপাতালে ভর্তি প্রসঙ্গে রয়টার্স বিক্রমাসিংহের কার্যালয় বা কলম্বো ন্যাশনাল হাসপাতাল কর্তৃপক্ষকে ইমেইল পাঠালেও তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো জবাব পায়নি। ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বিক্রমাসিংহে দ্বীপদেশটির গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে স্ত্রীর সম্মানসূচক অধ্যাপক পদ পাওয়া উদ্যাপনের বিশেষ লাঞ্চে অংশ নিতে ১০ জনকে সঙ্গে নিয়ে বিদেশ সফরে গিয়ে তিনি রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছিলেন। বিক্রমাসিংহের কার্যালয় তার গ্রেফতার নিয়ে কোনো মন্তব্য না করলেও শনিবার তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) এক নেতা সাবেক এ প্রেসিডেন্টকে নির্দোষ ও মামলাটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন।