ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি ২৬ শতাংশ ডেঙ্গু রোগীর বয়স ১১-২০ বছর

  • আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ১৪০ জন এবং বাকি ৬১ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ২০১ জনকে নিয়ে এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিন হাজার ২০৫ জন।
গতকাল রোববার ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৪৭৫ জন এবং চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রোগী সবচেয়ে বেশি। এ বয়সের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ দশমিক তিন শতাংশ। এরপর রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। এ সংখ্যা ২৪ দশমিক এক শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১৯ দশমিক পাঁচ শতাংশ, এক থেকে ১০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১২ দশমিক আট শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ছয় শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা চার দশমিক পাঁচ শতাংশ, ষাটোর্ধ্বরা তিন দশমিক আট শতাংশ এবং শূন্য থেকে এক বছর বয়সের রোগী ভর্তি হয়েছে তিন শতাংশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসপাতালে ভর্তি ২৬ শতাংশ ডেঙ্গু রোগীর বয়স ১১-২০ বছর

আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় (১৬ অক্টোবর সকাল ৮টা থেকে ১৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০১ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ১৪০ জন এবং বাকি ৬১ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ২০১ জনকে নিয়ে এ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিন হাজার ২০৫ জন।
গতকাল রোববার ডেঙ্গু-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৪ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৯৩ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ৪০২ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৪৭৫ জন এবং চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১১ থেকে ২০ বছর বয়সী রোগী সবচেয়ে বেশি। এ বয়সের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ দশমিক তিন শতাংশ। এরপর রয়েছে ২১ থেকে ৩০ বছর বয়সীরা। এ সংখ্যা ২৪ দশমিক এক শতাংশ। ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১৯ দশমিক পাঁচ শতাংশ, এক থেকে ১০ বছর বয়সীরা ভর্তি হয়েছেন ১২ দশমিক আট শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ছয় শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা চার দশমিক পাঁচ শতাংশ, ষাটোর্ধ্বরা তিন দশমিক আট শতাংশ এবং শূন্য থেকে এক বছর বয়সের রোগী ভর্তি হয়েছে তিন শতাংশ।