বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা ও মাথায় ভারীভাব অনুভব করার পর মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাড়িতে অচেতন হয়ে পড়েন তিনি। সেই অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, চিকিৎসকরা তাকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন।
গোবিন্দের ব্যবস্থাপক শশী সিনহা সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ‘তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মাথা ঘুরছিল এবং অস্বস্তি বোধ করছিলেন। চিকিৎসকরা তাই তাকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করতে বলেছেন। বর্তমানে তার সব ধরনের পরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’
তিনি আরো জানান, ‘গত রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক শিগগিরই বিস্তারিত পরীক্ষা করবেন।’
এদিকে গোবিন্দের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ নাচ ও কমেডিকে নিয়ে গেছেন অন্য মাত্রায়। ১৯৮৬ সালে ‘ইলজাম’ সিনেমার মাধ্যমে তার অভিনয়জীবনের সূচনা হয়। দীর্ঘ ক্যারিয়ারে ১৪০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। তার ‘আঁখে’, ‘হাসিনা মান জায়েগি’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘ভাগম ভাগ’, ‘স্বর্গ’, ‘রাজা বাবু’, ‘খুদগর্জ’, ‘পার্টনার’, ‘হিরো নম্বর ওয়ান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’সহ একাধিক সুপারহিট ছবিগুলো আজও দর্শককে নস্টালজিক করে।
এসি/আপ্র/১২/১১/২০২৫




















