বিবিসি : রাশিয়ার বেসরকারি জ্বালানি সংস্থা লুকওয়েলের প্রধান রাভিল ম্যাগানভ মস্কোর একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। লুকওয়েলের পক্ষ থেকে এই মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে সংস্থাটি বলছে, ৬৭ বছর বয়সি রাভিল ম্যাগানভ গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন রাভিল ম্যাগানভ। সেখানেই জানালা দিয়ে পড়ে তার মৃত্যু হয়। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, কীভাবে রাভিল মারা গেলেন তা নিয়ে তদন্ত করা হচ্ছে। রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন রাভিল ম্যাগানভ। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর তা দ্রুত থামানোর আহ্বান জানিয়েছিল জ্বালানি সংস্থা লুকওয়েল। ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদে সংস্থাটির প্রেসিডেন্ট ভ্যাগিত আলেকপেরভের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেয়। পরে গত এপ্রিলে তিনি পদত্যাগ করেন।