ক্রীড়া ডেস্ক : বরুশিয়া ডর্টমুন্ড থেকে যেন একটি গোলমেশিনই কিনে এনেছিল ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড একের পর এক গোলই করে যাচ্ছেন। শুধু তাই নয়, গোলের সঙ্গে রেকর্ডও গড়ে চলছেন তিনি। রোববার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের বিপক্ষে ম্যানসিটির জার্সি গায়ে এবারের লিগে ১৭তম গোল করলেন হালান্ড। তার জোড়া গোলের সুবাধে ব্রাইটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে বাকি গোলটি করেন কেভিন ডি ব্রুইন। ব্রুাইটনের হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। ম্যানসিটির হয়ে ১১ ম্যাচে মোট ১৭ গোল করেছেন তিনি। ১৯৯৫-৯৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ১৩ সপ্তাহে সর্বোচ্চ ১৫ গোল করার রেকর্ড গড়েছিলেন লেস ফার্ডিনান্ড। একই সঙ্গে প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে গত মৌসুমে কেভিন ডি ব্রুইনের করা সর্বোচ্চ ১৫ গোলকেও মাত্র ১১ ম্যাচে ছাড়িয়ে গেলেন হালান্ড। এই ১১ ম্যাচে মোট ২৭টি শট নিয়েছেন আর্লিং হালান্ড। তাতেই গোল করেছেন ১৭টি। অবিশ্বাস্য।
ব্রাইটনের বিপক্ষে এই জয়েও দ্বিতীয় স্থানে থাকতে হলো ম্যানসিটিকে। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো আর্সেনাল। সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র না করলে আর্সেনালের পয়েন্ট থাকতো ৩০। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। গত ম্যাচেই লিভারপুলের কাছে ১-০ গোলে হেরেছিল ম্যানসিটি। ওই ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে ব্রাইটনের বিপক্ষে দল সাজান পেপ গার্দিওলা। ডিফেন্ডার অ্যামেরিক লাপোর্তেকে প্রথম মাঠে নামান তিনি। ১৯ মিনিটেই পেনাল্টির আবেদন জানান হালান্ড। ব্রাইটন গোলরক্ষক রবার্তো সানচেজ তাকে হার্ড ট্যাকল করেন বক্সের মধ্যে। কিন্তু রেফারি তার আবেদনে সাড়া দেননি। ভিএআর দেখেও পেনাল্টি দেয়া হয়নি। এতে অবশ্য খুব বেশি সমস্যা হয়নি। কয়েক মিনিট বিলম্ব হলো কেবল গোল পেতে। ২২ মিনিটেই ব্রাইটনের জালে বল জড়িয়ে দেন তিনি। ম্যাচের ৪৩ তম মিনিটে দ্বিতীয় গোল করেন নরওয়ের এই স্ট্রাইকার। তবে এই গোলটি এলো পেনাল্টি থেকে। ৫৪ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড একটি গোল পরিশোধ করেন। ৭৫ মিনিটে ম্যানসিটির হয়ে ২৫ গজ দুর থেকে শট নিয়ে তৃতীয় গোল করেন কেভিন ডি ব্রুইন।
হালান্ডের রেকর্ড গোল, ব্রাইটনকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ট্যাগস :
হালান্ডের রেকর্ড গোল
জনপ্রিয় সংবাদ