স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : বুকে ব্যথা হওয়া ছাড়াও আরও অনেক লক্ষণ দেখা দিতে পারে হার্ট অ্যাটাকের সময়। ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন (এএইচএ)’য়ের এক প্রতিবেদনে সম্প্রতি হার্ট অ্যাটাকের এমন কিছু উপসর্গের ব্যাপারে জানানো হয়, যা জনসাধারণের সিংহভাগেরই জানা নেই। এদের মধ্যে কিছু উপসর্গ নারীদের ওপর ফেলতে পারে গুরুতর প্রভাব। ‘সার্কুলেশন’ নামক সাময়িকীতে এই প্রতিবেদন প্রকাশিত হয়। কোনো রক্তনালী আটকে যাওয়ার কারণে হৃদযন্ত্রে যদি স্বাভাবিক রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তবেই দেখা দেয় হার্ট অ্যাটাক। এজন্য সব ধরনের উপসর্গ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা খুবই জরুরি।
বুক ব্যথা : হার্ট অ্যাটাকের সবচাইতে সুপরিচিত লক্ষণ হল বুক ব্যথা। বুকের খাঁচা, ‘ব্রেস্টবোন’ বা ‘স্টার্নাম’য়ের নিচে কিংবা পেছন দিকে অস্বস্তি বা চাপ অনুভব করা থেকে এর সূত্রপাত হয়। পরে তা ব্যথায় পরিণত হয়ে চোয়াল, কাঁধ, হাত ও পিঠের ওপরের অংশে ছড়িয়ে পড়ে। এরসঙ্গে থাকতে পারে দম বন্ধ হয়ে আসা, অবসাদ, অস্বাভাবিক ঘাম, বমিভাব, মাথা হালকা হয়ে যাওয়া, জ্ঞান হারানো ইত্যাদি লক্ষণ।
কারও আবার হয় পেশি ব্যথা : যুক্তরাষ্ট্রের ‘কাটজ ইন্সটিটিউট ফর উইমেন’স হেল্থ অ্যাট নর্থওয়েল হেল্থ’য়ের ‘কার্ডিওলজিস্ট’ ও জ্যেষ্ঠ সহ-সভাপাতি ডা. স্টেসি রোজেন বলেন, “বুক ব্যথা হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ হলেও অন্যভাবেও ব্যথা দেখা দিতে পারে। যেমন- পিঠ ও কাঁধের পেশিতে ব্যথা, বদহজম, বুক জ্বালাপোড়া, দ্বিধাগ্রস্ত হয়ে পড়া ইত্যাদিও হার্ট অ্যাটাকের ইঙ্গিত।” ঘুম ভেঙে যাওয়া, মাথাব্যথা, শারীরিক ও মানসিক অস্বস্তি, ‘গ্যাস্ট্রোইন্টেসটাইনাল’ সমস্যাও হার্ট অ্যাটাকের দিকে ইঙ্গিত করতে পারে।
নারীদের মাঝে যে উপসর্গ বেশি দেখা যায় : ডা. রোজেন বলেন, “হার্ট অ্যাটাকের অনুভূতি নারী আর পুরুষের মাঝে ভিন্নভাবে দেখা দেয়। নারীদের মাঝে বুক ব্যথার উপসর্গটা খুব কম দেখা যায়। যদিও এটাই নারী-পুরুষের হার্ট অ্যাটাকের সবচাইতে সাধারণ উপসর্গ বলে বহুল সমাদ্রিত।” মানে হল নারীদের অন্যান্য উপসর্গ দেখা দেওয়া সম্ভাবনা বেশি। সেই লক্ষণগুলো হল- বমিভাব ও বমি, পিঠ ও ঘাড়ে ব্যথা, বদহজম, দম নিতে না পারা, অবসাদ, ‘প্যালপিটিশন’ বা বুক ধরফর করা ইত্যাদি। অল্প বয়সি নারীদের যদি হার্ট অ্যাটাক হয় তবে তাদের লক্ষণ হতে পারে বুকের খাঁচার হাড় বা ‘রিব’য়ের নিচে ব্যথা, বুক ধরফর করা বা ‘প্যালপিটিশন’, চোয়ালে ব্যথা কিংবা অস্বস্তি, ঘাড়, হাত কিংবা কাধে ব্যথা ইত্যাদি।
হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো অজানা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ