ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

হারে শুরু নতুন বাংলাদেশ নারী দলের

  • আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: সাফজয়ী ফুটবলার সহ ১৮ ফুটবলার বিদ্রোহ করে দলের বাইরে আছেন। তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গড়েছেন কোচ পিটার বাটলার। বলেছিলেন নতুন বাংলাদেশের নতুন দল এটি। আরব আমিরাতের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। আমিরাতের ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে সাবিনদের ছাড়া ৩-১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। ম্যাচের ১৮ মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে। ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে। দেশ ছাড়ার আগেই বাটলার বলেছিলেন তরুণ দলের কাছ থেকে শুরুতেই জয় আশা করা ঠিক হবে না। তাদের সময় দিতে হবে পরিণত হওয়ার। পরের ম্যাচে আগামী ২রা মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

হারে শুরু নতুন বাংলাদেশ নারী দলের

আপডেট সময় : ০৫:০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: সাফজয়ী ফুটবলার সহ ১৮ ফুটবলার বিদ্রোহ করে দলের বাইরে আছেন। তরুণদের নিয়ে নতুন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গড়েছেন কোচ পিটার বাটলার। বলেছিলেন নতুন বাংলাদেশের নতুন দল এটি। আরব আমিরাতের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশ। আমিরাতের ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে সাবিনদের ছাড়া ৩-১ গোলে হেরেছে আফঈদা খন্দকারের নেতৃত্বাধীন দল। ম্যাচের ১৮ মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। এলিজাবেথের গোলে লিড নিয়ে নেয় আরব আমিরাত। ২ মিনিট পর আইরিনের শট পোস্টে লেগে ফিরলে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় বাংলাদেশ। ২৮ মিনিটে জর্জিয়ার গোলে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বাংলাদেশ ৩৪ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ করে। অধিনায়ক আফঈদা খন্দকার জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সুলতানা-রিপারা। উল্টো ৭৪ মিনিটে স্বাগতিকরা জয় আরও নিশ্চিত করে জর্জিয়ার দ্বিতীয় গোলে। ব্যবধান কমানোর চেষ্টা করেও বাংলাদেশ পারেনি হার এড়াতে। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কোচ পিটার বাটলারের দলকে। দেশ ছাড়ার আগেই বাটলার বলেছিলেন তরুণ দলের কাছ থেকে শুরুতেই জয় আশা করা ঠিক হবে না। তাদের সময় দিতে হবে পরিণত হওয়ার। পরের ম্যাচে আগামী ২রা মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ।